কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রানি এলিজাবেথের সঙ্গে ১০ দলের অধিনায়ক। ছবি: এএফপি

রানি এলিজাবেথের সঙ্গে কী কথা হলো মাশরাফির?

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ৩১ মে ২০১৯, ১৮:০৮
আপডেট: ৩১ মে ২০১৯, ১৮:০৮

(প্রিয়.কম) ইংল্যান্ডে বসেছে বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর নিয়ে আয়োজক দেশের পরিকল্পনার শেষ নেই। আয়োজনের দিক থেকে ব্যতিক্রমী হতে সব সময়ের মতো এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছিল ইংল্যান্ড। তবে এর মধ্যে একটি চিরাচরিত আয়োজন ছিল ইংলিশদের। সেটা হলো রানি এলিজাবেথের সঙ্গে খেলোয়াড়দের সাক্ষাৎ করানো।

এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের এবারের আসরে অংশ নিতে যাওয়া ১০ দলের অধিনায়করা গিয়েছিলেন বাকিংহাম প্যালেসে রানি এলিজাবেথের সঙ্গে দেখা করতে। ২৯ মে বাকিংহাম প্যালেসে যাওয়ার পর অধিনায়কদের অভ্যর্থনা জানান রানি দ্বিতীয় এলিজাবেথ। অভ্যর্থনা জানানোর সময় ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানের পাশেই দাঁড়িয়ে ছিলেন মাশরাফি।

এ সময় রাজপরিবারের সদস্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। তিনি এলিজাবেথের সঙ্গে মাশরাফি বিন মুর্তজাকে পরিচয় করিয়ে দেন।

পরিচয় পর্ব শেষে বাংলাদেশ অধিনায়ককে রানি জিজ্ঞাসা করেন, ‘ইংল্যান্ডে কেমন লাগছে? তোমাদের দেশে তো অন্য রকম আবহাওয়া...’

মাশরাফি বেশ দারুণভাবে রানির প্রশ্নের জবাবটা দেন। তিনি বলেন, ‘আমাদের ওখানে এখন বেশ গরম। তবে আমরা এখানে এসেছি, অনেক দিন হয়ে গেল। তাই কনকনে ঠান্ডাতেও নিজেদের মানিয়ে নিয়েছি।’

এখানেই শেষ নয়। মাশরাফির সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলেছেন রানি। দ্বিতীয় এলিজাবেথ মাশরাফির কাছে জানতে চান, বাংলাদেশের প্রথম খেলা কবে? নিজেদের প্রথম ম্যাচ সম্পর্কে জানানোর পর বিশ্বকাপে খেলতে আসার জন্য মাশরাফিসহ তার পুরো দলকে অভিনন্দন জানান ব্রিটেনের রানি।

বুধবার বাকিংহাম প্যালেসের গার্ডেন পার্টিতে লন্ডনের কিছু অভিজাত ও প্রভাবশালী ব্যক্তিকে ডেকে পাঠিয়েছিলেন দ্বিতীয় এলিজাবেথ। এর মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ অধিনায়কের সঙ্গে কথা বলেন তিনি। গার্ডেন পার্টি থেকে মাশরাফি-কোহলিদের সঙ্গে দেখা করতে আসায় খুব বেশিক্ষণ সেখানে ছিলেন না রানি। তিনি চলে যাওয়ার পর প্রিন্স হ্যারি এসে কথা বলেন মাশরাফিদের সঙ্গে।

প্রিয় খেলা/আজাদ চৌধুরী