কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা। ফাইল ছবি

স্থানীয় মোবাইল ব্র্যান্ডের দখলে ৩৯ শতাংশ মার্কেট

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩১ মে ২০১৯, ১৫:৩৬
আপডেট: ৩১ মে ২০১৯, ১৫:৩৬

(প্রিয়.কম) দেশের মোবাইল বাজারের ৩৯ শতাংশ স্থানীয় ব্র্যান্ডগুলো দখলে নিতে সক্ষম হয়েছে। এ ছাড়া দেশের স্মার্টফোন বাজার প্রসার হয়েছে।

হংকংভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্থানীয় ব্র্যান্ডের হাতে রয়েছে ৩৯ শতাংশ বাজার। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে ওয়ালটন, সিম্ফনিসহ অন্য ব্র্যান্ডগুলো।

এ ছাড়া এক বছর আগের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের স্মার্টফোন বাজার ৪৫ শতাংশ বেড়েছে। যা গত প্রান্তিকের চেয়ে ২৯ শতাংশ বেশি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে, স্থানীয়ভাবে তৈরি মোবাইলগুলো সাফল্যের মুখ দেখেছে। আমদানিকৃত স্মার্টফোনের চেয়ে স্থানীয়ভাবে সংযোজিত ডিভাইস কম দামে সরবরাহ করা সম্ভব হচ্ছে। স্থানীয়ভাবে সংযোজনকৃত ডিভাইসগুলোর মধ্যে ত্রুটি দেখা গেলেও এখন তা কমে এসেছে।

স্থানীয় হ্যান্ডসেট নির্মাতাদের সাফল্যের পেছনে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থানীয় সরকারের প্রচেষ্টার কারণে দেশে হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো সাফল্য দেখছে।

প্রিয় প্রযুক্তি/রুহুল