কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

নুসরাত হত্যায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ১৮:৩৮
আপডেট: ৩০ মে ২০১৯, ১৮:৩৮

(প্রিয়.কম) নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার এমনটি জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক

৩০ মে, বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন মন্ত্রী। অস্ট্রিয়া আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডে জড়িত কোনো অপরাধী যাতে ছাড়া না পায় সে বিষয়ে প্রসিকিউশনকে বলে দেওয়া হয়েছে।’

‘প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সবসময় সব রকম সহযোগিতা করবে।’

মন্ত্রী প্রবাসীদের নিজ দেশের মর্যাদা সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানান। বিদেশে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মেধা, শ্রম ও আন্তরিকতার সমন্বয়ে ভালোভাবে কাজ করার পরামর্শ দেন। যাতে করে বিদেশে বাঙালিদের কাজের সুনাম ছড়িয়ে পড়ে। বিদেশিরা তাদের প্রয়োজনে বাঙালিদের গুরুত্ব অনুভব করে।

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে দেশে ও বিদেশে কাজে লাগাতে চায়। এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’

প্রিয় সংবাদ/রিমন