কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চার বনদস্যু নিহত। প্রতীকী ছবি

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার বনদস্যু নিহত

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ১১:১৮
আপডেট: ২৯ মে ২০১৯, ১১:১৮

(প্রিয়.কম) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জংলা খাল সংলগ্ন এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার বনদস্যু নিহত হয়েছে। তারা সবাই হাসান বাহিনীর সদস্য।

২৮ মে, মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘নিহত চার জনের একজন বনদস্যু বাহিনীর প্রধান হাসান। অন্য তিন জনের পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।’

তিনি জানান, ‘চাঁদপাই রেঞ্জের জংলা খাল সংলগ্ন এলাকায় র‌্যাব ৮ -এর সদস্যরা রাত ১২টার দিকে অভিযানে যান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হাসান বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর, দস্যুবাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ চার জনের মরদেহ উদ্ধার করা হয়।’

প্রিয় সংবাদ/আশরাফ