কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রথম বলেই জসপ্রিত বুমরাহর কাছে পরাস্ত হন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখুন, বুমরাহর বলে সাকিবের বোল্ড আউট

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ১০:৩৮
আপডেট: ২৯ মে ২০১৯, ১০:৩৮

(প্রিয়.কম) বছরের শুরু থেকেই চোটের কারণে নিয়মিত জাতীয় দলে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে পারেননি সাইড স্ট্রেইনের কারণে। ছিলেন না পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশের বিবেচনায়ও, যদিও বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচটা।

সব শঙ্কা কাটিয়ে অবশ্য ২৮ মে, মঙ্গলবার ভারতের ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বল হাতে ৫৮ রানের বিনিময় নিয়েছিলেন দুটি উইকেট। তবে ব্যাট হাতে প্রথম বলেই সাজঘরে ফিরে গেছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

পরপর দুই বলে সৌম্য-সাকিবকে হারিয়ে বিপাকেই পড়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

লক্ষ্যটা ছিল বিশাল। ৩৬০ রানের। বড় লক্ষ্য তাড়ায় যা প্রয়োজন ছিল উড়ন্ত সূচনা। সেটা সে অর্থে দুই ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার না দিতে পারলেও ভালো সূচনা করেছিলেন। উদ্বোধনী জুটিতে আসে ৪৯ রান। ইনিংসের দশম ওভারের চতুর্থ বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন সৌম্য।

এরপর তিন নম্বরে ব্যাট হাতে মাঠে নামেন সাকিব। বাঁহাতি এই ব্যাটসম্যানকে প্রথম বলটা ইয়র্কার দিয়েছিলেন বুমরাহ। সেটা আটকানোর কোনো সুযোগ পাননি সাকিব। ফলাফল বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক সাকিবের আউটটি-

প্রিয় খেলা/আশরাফ