কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ডিজিটাল নিরাপত্তা এবং করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে: মোস্তাফা জব্বার

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ২০:৩৫
আপডেট: ২৫ মে ২০১৯, ২০:৩৫

(প্রিয়.কম) ডিজিটাল শিল্প-বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরাপদ ইন্টারনেট অপরিহার্য। এই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

২৫ মে, শনিবার ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত ডিজিটাল নিরাপত্তা এবং করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার কাজটি সমন্বিত উদ্যোগে এগিয়ে নিতে নবগঠিত ডিজিটাল নিরাপত্তা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার কাজটি একক কোনো বিভাগ ও সংস্থার কাজ নয়। সমন্বিত উদ্যোগে এই কাজটি করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীতে চতুর্থ শিল্পবিপ্লব আলোচিত হওয়ার তিন বছর আগে ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ শুরু করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশে প্রথম করবে এটাও কেউ ভাবেনি। ডিজিটাল জগৎ তার পরিধি এবং তার নিরাপত্তা একটি বিশাল বিষয়। এটা নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনে আমি যখন আমার শিশুটিকে প্রোগ্রামিং শিখাব, ওয়েবসাইট থেকে যখন এ বিষয়ক অ্যাপস ডাউনলোড করতে বলব সেই ক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে পাঁচ বছরের শিশু থেকে নতুন প্রজন্মকে যেন নিরাপদ ইন্টারনেট দিতে পারি।’

‘যদি না পারি তাহলে আমি জেনে-শুনে অপরাধ করছি। একটি খারাপ জায়গায় জেনে-শুনে নতুন প্রজন্মকে ঠেলে দিচ্ছি। একদিকে ডিজিটাল দক্ষতা অর্জনের কথা বলব অন্যদিকে নিরাপত্তার কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে আমরা জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উপযোগী মানুষ তৈরি করতে পারব না।’

সরকারি কাজে ডট বিডি ডোমেইন ছাড়া ই-মেইল ব্যবহারের বিষয়ে সরকারি সিদ্ধান্তের প্রসঙ্গ উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘সরকারের লক্ষ্য সাধারণ মানুষের জীবনযাপন, সমাজ অথবা প্রশাসন তাদের নিরাপত্তার কথা। সামনের দিনে পৃথিবীর যুদ্ধটাও ডিজিটাল যুদ্ধ হবে। এই ক্ষেত্রে ব্যাপক সক্ষমতা অর্জন করার প্রয়োজন আছে।’

আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে এবং এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য অপরাজিতা হক, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. রাশেদুল ইসলামসহ অন্যরা।

প্রিয় প্রযুক্তি/আজাদ চৌধুরী