কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অপারেশনে কর্ণ সেনের পেট থেকে উদ্ধার হয় ৮টি চামচ, ২টি স্ক্রু-ড্রাইভার, ১টি ছুরি, ২টি টুথব্রাশ এবং একটি দরজার ছিটকিনি। ছবি সংগৃহীত

যুবকের পেটে মিলল ছুরি-চামচ-টুথব্রাশ-স্ক্রু ড্রাইভার

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ১৫:০৮
আপডেট: ২৫ মে ২০১৯, ১৫:০৮

(প্রিয়.কম) মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তির পেট কেটে ৮টি চামচ, ২টি স্ক্রু-ড্রাইভার, ১টি ছুরি, ২টি টুথব্রাশ এবং একটি দরজার ছিটকিনি উদ্ধার করল চিকিৎসকরা। ২৪ মে, শুক্রবার হিমাচল প্রদেশের মান্দি জেলায় ঘটনাটি ঘটেছে।

পেটের সমস্যা নিয়ে হিমাচল প্রদেশের শ্রী লাল বাহাদুর শাস্ত্রী গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি হন কর্ণ সেন নামের ওই ব্যক্তি। হাসপাতালে ভর্তি হওয়ার সময় ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি অভিযোগ করেন তার পেটে ব্রণ হয়েছে।

কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান তার পেটে রয়েছে একটি ছুরি! প্রাথমিক চিকিৎসার পর তাকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেখানে এক্সরে মারফত জানা যায় , কেবল ছুরি নয়, কর্ণ সেনের পেটে রয়েছে আরও বহু কিছু। এরপর ৪ ঘণ্টার টানা অপারেশন চালান চিকিৎসকরা। ৩ জন শল্য চিকিৎসক মিলে ৪ ঘণ্টার টানা অপারেশনে কর্ণ সেনের পেট থেকে উদ্ধার হয় ৮টি চামচ, ২টি স্ক্রু-ড্রাইভার, ১টি ছুরি, ২টি টুথব্রাশ এবং একটি দরজার ছিটকিনি।

চিকিৎসকরা জানান, এই রকম ঘটনা চিকিৎসা ক্ষেত্রে খুবই বিরল। বর্তমানে কর্ণ সেন বিপদমুক্ত বলেও জানিয়েছেন তারা।

প্রিয় সংবাদ/রুহুল