কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: সংগৃহীত

‘অ্যাপে টিকেট দিতে না পারা আমাদের ব্যর্থতা’

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১৮:৪৩
আপডেট: ২২ মে ২০১৯, ১৮:৪৩

(প্রিয়.কম) রেল সেবা অ্যাপস নির্মাণকারী প্রতিষ্ঠান সিএনএস যদি তার কাঙ্ক্ষিত সার্ভিস না দিতে পারে সেটা তাদের যেমন ব্যর্থতা, তা আমাদের জন্যও ব্যর্থতা বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন

২২ মে, বুধবার রেলের অগ্রিম টিকেট পরিদর্শনকালে কমলাপুর রেলস্টেশনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রেল সেবা অ্যাপের মাধ্যমে যদি টিকেট কাটতে ব্যর্থ হয়, তাহলে আমরা বিকল্প ব্যবস্থা রেখেছি। অ্যাপসের মাধ্যমে পাঁচ দিন টিকেট দেওয়া হবে, পরে সেসব টিকেট যদি সাধারণ মানুষ কিনতে না পারে তাহলে সেগুলো আমরা ২৭ তারিখের পর থেকে কাউন্টারে দিয়ে দেবো।’

মন্ত্রী দাবি করেন, ‘গতকাল ইন্টারনেটের মাধ্যমে টিকেট বিক্রি হয়েছে ১৪ হাজার ৭৫৪টি। এর মধ্যে অ্যাপসের মাধ্যমে পাঁচ হাজার ২৪২টি টিকিট বিক্রি হয়েছে। মানুষ মোবাইলে অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারছে না এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সিএনএস দীর্ঘদিন যাবৎ রেলের সঙ্গে বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে। যদি কোনো গাফিলতি থাকে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

অগ্রিম টিকেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রেলওয়ে বিভাগ ও রেলওয়ে মন্ত্রণালয় যাতে যাত্রীদের একটি নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পারে সে জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করার চেষ্টা করে, এবারও তা করেছে। কমলাপুরে পশ্চিমাঞ্চলগামী ৯টা কাউন্টারে ট্রেনের অগ্রিম টিকেট প্রদান করা হচ্ছে।’

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী