কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফারহান আখতার। ছবি: সংগৃহীত

সমালোচনার কবলে ফারহান আখতার

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৯:৫৯
আপডেট: ২১ মে ২০১৯, ০৯:৫৯

(প্রিয়.কম) ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুরকে ভোট না দেওয়ার বার্তা দিতে গিয়ে নিজেই সমালোচনার শিকার হয়েছেন অভিনেতা ফারহান আখতার।

কয়েকদিন আগে একটি টুইট করে ফারহান ভোপালের ভোটারদের কাছে আহ্বান জানান প্রজ্ঞা সিং ঠাকুরকে ভোট না দেওয়ার। এমনকি তাকে ভোট দিলে ভোপাল শহর আরও একটি গ্যাস চেম্বারে পরিণত হবে বলে মনে করেন এই অভিনেতা।

ফারহান এই পোস্ট দেওয়ার পরপরই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই সমালোচনা করে লিখেছেন, ভোপালের ভোট অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। কেউ কেউ আবার কটাক্ষ করে বলেছেন, একটু দেরি করে ফেললেন স্যার! 

ভোটের ময়দানে নেমে প্রজ্ঞা সিং ঠাকুর একের পর এক বিতর্কিত মন্তব্য করেন। ২৬/১১ মুম্বাই হামলায় শহিদ হেমন্ত কারকারে তার অভিশাপে মৃত্যু হয় বলে দাবি করেছিলেন প্রজ্ঞা।

রাম মন্দির তৈরি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। নির্বাচন আচরণ বিধি লঘু হয়ে যাওয়ার পরও প্রজ্ঞার এ মন্তব্যের জেরে কমিশনের রোষের মুখে পড়তে হয়।

প্রিয় বিনোদন/মিঠু/আশরাফ