কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হুয়াওয়ে। ছবি: সংগৃহীত

হুয়াওয়ে থেকে মুখ ফিরিয়ে নিলো গুগল

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১০:৫০
আপডেট: ২০ মে ২০১৯, ১০:৫০

(প্রিয়.কম) হুয়াওয়ে স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট হারাতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে হুয়াওয়েকে ‘কালো তালিকা’ ভুক্ত করার পর গুগল এমন সিদ্ধান্ত নিয়েছে।

এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে যারা হুয়াওয়ের স্মার্টফোন ব্যবহার করছেন তারা গুগল অ্যাপসের সেবা গ্রহণ করতে পারবেন এবং তারা ওইসব অ্যাপের আপডেট গুগল থেকে ডাউনলোড করতে পারবেন।

নতুন হুয়াওয়ে স্মার্টফোন ব্যবহারকারীরা ‘ওপেনসোর্স প্ল্যাটফর্ম’-এর বাইরে গুগলের অন্যান্য সুবিধা পাবেন না।

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে গুগলের মুখপাত্র জানান, তারা আদেশ মেনেই কাজ করছেন এবং এর প্রভাব পর্যালোচনা করছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, হুয়াওয়ের আগের ডিভাইস ব্যবহারকারী নিরাপত্তা বিষয়ক এবং গুগলের অন্যান্য সেবাগুলো পেয়ে থাকবে।

এ ছাড়া পরবর্তীতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত হুয়াওয়ে স্মার্টফোনগুলো থেকে গুগল প্লে স্টোর, জিমেইল এবং ইউটিউব এক্সেস করা যাবে না।

উল্লেখ্য, সাইবার গুপ্তচরবৃত্তির আশঙ্কায় দেশের বাইরের ঝুঁকিপূর্ণ কোম্পানির তৈরি টেলিযোগাযোগ সরঞ্জাম ক্রয়, সংযোজন অথবা ব্যবহার নিষিদ্ধ করে এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এ আদেশবলে হুয়াওয়েকে কালো তালিকা ভুক্ত করা হয়।

প্রিয় প্রযুক্তি/রুহুল