কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লা লিগার শেষ ম্যাচে এইবারের বিপক্ষে মাঠে নেমেছিল লিওনেল মেসির বার্সেলোনা। ছবি: সংগৃহীত

এইবারের বিপক্ষে মেসির এক মিনিটে দুই গোল, দেখুন ভিডিওতে

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১০:২৮
আপডেট: ২০ মে ২০১৯, ১০:২৮

(প্রিয়.কম) লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই পয়েন্ট টেবিলের ১২তম স্থানে থাকা এইবারের বিপক্ষে ম্যাচে হারানোর কিছু ছিল না বার্সেলোনার। ম্যাচটাকে মূলত কোপা দেল রে’র ফাইনালের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিয়েছিল বার্সেলোনা। জোড়া গোল করে লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন ফাইনালের জন্য প্রস্তুত।

৩৬ গোল করে শীর্ষ গোলদাতা হিসেবে মেসি লা লিগার মৌসুম শেষ করলেও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সেলোনা। এইবারের মাঠে ২-২ গোলে ড্র করেছে চ্যাম্পিয়নরা।

২০ মিনিটেই প্রথম গোলের দেখা মিলেছে। এইবারের হয়ে চমৎকার গোলটি করেছেন মার্ক কুকুরেয়া। পিছিয়ে পড়েও ৩১ ও ৩২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এই জোড়া গোলে মৌসুমে নিজের গোলসংখ্যাও নিয়ে গেছেন ৫০ এ। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে আবারও ম্যাচে সমতা ফেরায় এইবার।

বার্সেলোনা গোলরক্ষক চিলেসেনের ভুলে এইবারকে ম্যাচে ফিরিয়েছেন পাবলো দি ব্লাসিস। ম্যালকম ও জেরার্ড পিকে দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্ট করায় জিততে পারেনি বার্সা। আর কুকুরেয়া সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হওয়ায় দারুণ খেলেও পয়েন্ট ভাগাভাগি করতে হয় এইবারকে।

ম্যাচের হাইলাইটস দেখুন এখানে-

প্রিয় খেলা/রুহুল