কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদকে সামনে রেখে বিভিন্ন শহরে ব্লকরেইড দেয়া হবে। ঢাকার প্রবেশ ও বাহির পথে থাকবে চেকপোস্ট।’

ঈদে সারা দেশে নিরাপত্তা জোরদার থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ১৭:৩১
আপডেট: ১৯ মে ২০১৯, ১৭:৩১

(প্রিয়.কম) ঈদে সারা দেশে নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘ঈদে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হবে। সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে।’

১৯ মে, রবিবার সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ঈদকে সামনে রেখে বিভিন্ন শহরে ব্লকরেইড দেওয়া হবে। ঢাকার প্রবেশ ও বাহির পথে থাকবে চেকপোস্ট।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাশকতার কোনো আশঙ্কা নেই। আমাদের গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে।’

এ সময় অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বিশেষ রেলের পাশাপাশি বিভিন্ন পথে রাস্তার উন্নয়ন কাজ আগেই শেষ হওয়ায় যানজট ও দুর্ভোগ কম হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘যানজট নিরসনে গার্মেন্টস কারাখানায় পর্যায়ক্রমে ছুটি থাকবে। শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে দিতে হবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হলে এবং লঞ্চ, রেল, বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। ঈদে পেশাদার ড্রাইভার ছাড়া গাড়ি চালাতে পারবে না।’

প্রিয় সংবাদ/কামরুল/রিমন