কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

নিজ দেশের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন রমিজ রাজা

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ২১:২৭
আপডেট: ১৮ মে ২০১৯, ২১:২৭

(প্রিয়.কম) বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের। ১৭ মে, শুক্রবার ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথম বারের মতো বহুজাতিক টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

এদিন বৃষ্টি আইনে ক্যারিবীয়দের দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফি বিন মুর্তজার দল। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ছয় বার বহুজাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু কোনোবার শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। তাই বহুজাতিক টুর্নামেন্টে প্রথম শিরোপা জয়ের পর থেকে বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসাচ্ছে বিশ্ববাসী।

এই তালিকায় রয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। ত্রিদেশীয় সিরিজে শিরোপা জয়ের পর বাংলাদেশ দলের ভূয়সী করেছেন তিনি। শুধু তা-ই নয়; আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজ দেশের চেয়েও বাংলাদেশকে এগিয়ে রাখছেন বিভিন্ন কারণে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের কাছে ‘অপ্রিয়’ হয়ে ওঠা এই ধারাভাষ্যকার।

আগামী ৫ জুন লর্ডসে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে এটাই দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। এই ম্যাচে নিজ দেশের বদলে বাংলাদেশ দল এগিয়ে থাকবে জানিয়ে রমিজ রাজা বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে বাংলাদেশই এগিয়ে থাকবে। আমরা যদি সাম্প্রতিক পারফরম্যান্স এবং বিশ্বকাপে প্রথম সাক্ষাতের কথা মাথায় রাখি, তাহলে এটা মানতে হবে।’

মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে জানিয়ে রমিজ রাজা বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলে বাংলাদেশ। সবশেষ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে তারা। এমনকি নিজেদের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশও করেছে। এই কারণে পাকিস্তানকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘কাগজে-কলমে হয়তো বাংলাদেশকে ততটা শক্তিশালী ধরা হবে না। তবে তারা নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে। যেকোনো কিছু করার সামর্থ্য তাদের রয়েছে। বেশ কয়েক বছর ধরেই ওয়ানডে ফরম্যাটে ভালো খেলছে তারা।’

এ সময় ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের কথা মনে করিয়ে দেন রমিজ রাজা। সে ম্যাচের কথা মনে করিয়ে রমিজ রাজা বলেন, ‘বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়েও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে। এ দুই দল বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল, ১৯৯৯ সালে। সেই ম্যাচটি অনেক বিখ্যাত কারণ বাংলাদেশ জিতেছিল এবং পাকিস্তানের সে দলটিও ছিল অনেক শক্তিশালী।’

প্রিয় খেলা/আজাদ চৌধুরী