কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাঙা বেসিন নুডলস দিয়ে সারানো হচ্ছে। ছবি: সংগৃহীত

নুডলস দিয়ে ভাঙা বেসিন জোড়া লাগালেন

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১৬:১৯
আপডেট: ১৮ মে ২০১৯, ১৬:১৯

(প্রিয়.কম) সম্প্রতি এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, ভাঙা একটি বেসিন মেরামত করা হলো রান্না না করা নুডলস দিয়ে। মেরামতের পরে আবার সাদা রং দিয়ে স্প্রে করে দেওয়া হয়েছে। বোঝার কোনো উপায়ই নেই যে এই বেসিনটিই একসময় ভাঙা ছিল।

যেভাবে মেরামত করা হলো

বেসিনের ভাঙা অংশে রান্না না করা নুডলস ঢুকিয়ে দিলেন ওই ব্যক্তি। তারপর সেখানে আঠা ঢাললেন। শিরিষ কাগজ দিয়ে সেই অংশটি ঘষে সমান করলেন। তারপর করলেন সাদা রং দিয়ে স্প্রে। বেসিনটি হয়ে গেল একদম আগের মতো নতুন। 

ইতোমধ্যে ভাঙা বেসিন নুডলস দিয়ে মেরামতের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি।

প্রিয় জটিল/আশরাফ/আজাদ চৌধুরী