কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টার্দার সস। ছবি: সংগৃহীত

মারা গেল ৮০০ কোটি টাকার বেশি অর্থের মালিক বিড়ালটি

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ১৮:৩৮
আপডেট: ১৭ মে ২০১৯, ১৮:৩৮

(প্রিয়.কম) গ্রাম্পি ক্যাট বা গোমরামুখো বিড়াল হিসেবে পরিচিত টার্দার সস মারা গেছে। ২০১৪ সালেই এই বিড়ালটির প্রায় ৮০০ কোটি টাকার সম্পত্তি ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৪ মে বিড়ালটি মারা যায়। প্রায় সাত বছরের বেশি সময় বেঁচে ছিল টার্দার।

টার্দারের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বিড়ালটির মালিক তবাথা বুন্দেসেন জানান, টার্দার ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনে আক্রান্ত ছিল। ১৪ মে সকালে বিড়ালটির মায়ের কোলে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের বাসিন্দা টার্দারের জন্ম ২০১২ সালের ৪ এপ্রিল। জন্মের পাঁচ মাসের মাথায় টার্দারের একটি ছবি নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। এরপর বাড়তে থাকে তার পরিচিতি। ফেসবুকে ‘গ্রাম্পি ক্যাট’ টার্দারের ফলোয়ারের সংখ্যা ৮৬ লাখ, টুইটারে প্রায় ১৫ লাখ আর ইনস্টাগ্রামে ২৪ লাখ!

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী