কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন এ আন্তঃনগর ট্রেন প্রতিদিন দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পঞ্চগড় পৌঁছাবে রাত ১০টা ৪৫ মিনিটে।

ঢাকা-পঞ্চগড় রুটে ২৫ মে নতুন ট্রেন চালু

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১৯:৩৭
আপডেট: ১৫ মে ২০১৯, ১৯:৩৭

(প্রিয়.কম) পঞ্চগড়ের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বাড়াতে আগামী ২৫ মে থেকে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ট্রেনের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

১৫ মে, বুধবার রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নতুন এ আন্তঃনগর ট্রেন প্রতিদিন দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পঞ্চগড় পৌঁছাবে রাত ১০টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত এ ট্রেনের ভাড়া হবে—শোভন চেয়ার ৫৫৯ টাকা, এসি চেয়ার ১০৩৫ টাকা, এসি কেবিন ১২৬০ টাকা ও স্লিপিং বাথ ১৮৯২ টাকা।

রেলপথমন্ত্রী আরও জানান, ট্রেন দুর্ঘটনায় উদ্ধার কাজ চালানোর জন্য জার্মানি থেকে দুটি ক্রেন কেনা হয়েছে। এগুলো ১৭ মে দেশের বন্দরে এসে পৌঁছাবে।

প্রিয় সংবাদ/কামরুল