কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

সীমা‌ন্ত আইন কঠোর হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১৪:৫২
আপডেট: ১৫ মে ২০১৯, ১৪:৫২

(প্রিয়.কম) মাদক পাচার রোধে সীমা‌ন্ত আইন কঠোর হ‌চ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

১৫ মে, বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দেশব্যাপী কিয়স্ক (এলইডি ডিসপ্লে ডিভাইস)-এর মাধ্যমে মাদক বিরোধী প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথি বক্তব্যে তি‌নি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক পাচার রোধে সীমানা নিয়ন্ত্রণ আইন‌ আরো কঠোর করা হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ মানুষ কর্মক্ষম যুবক। আমরা য‌দি তাদের ধ‌রে রাখতে না পা‌রি তাহলে আগামীতে দেশে অন্ধকার নেমে আস‌বে। যুব সমাজ য‌দি সমাজের মূল স্রোত থেকে হা‌রিয়ে যায়, তাহলে দেশ কোথায় গিয়ে দাড়াবে ভাবতে পারেন? আমরা থেমে নেই, কাজ চা‌লিয়ে যা‌চ্ছি। মাদকের কুফল সম্পর্কে শিক্ষক, ইমামদের মাধ্যমে সচেতনতা সৃ‌ষ্টি করা হচ্ছে।

আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমার সরকার প্রধানকেও আমরা বলেছি-তাদের দেশ থেকে মাদক পাচার বন্ধ করার জন্য। তারা বলেছে, আমাদের ডিমান্ড ক‌মিয়ে আনতে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার ক্ষেত্রে মাদকের ‌ডিমান্ড শূন্যে নিয়ে আসতে কাজ কর‌ছি।

অধিদফতরের মহাপ‌রিচালক মো. জামাল উদ্দীন আহমদের সভাপ‌তিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শ‌হিদুজ্জামান প্রমুখ।

প্রিয় সংবাদ/রুহুল