কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহেন্দ্র সিং ধোনি ও কুলদীপ যাদব। ছবি: সংগৃহীত

‘ধোনিও ভুল পরামর্শ দেয়, কিন্তু তাকে বলা যায় না’

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ১৮:৩১
আপডেট: ১৪ মে ২০১৯, ১৮:৩১

(প্রিয়.কম) মহেন্দ্র সিং ধোনির নামের পাশে অনেক বিশেষণ। তাকে বলা হয় ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। মাঠে কিংবা মাঠের বাইরে, যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারায় ধোনিকে বলা হয় ক্যাপ্টেন কুল। তবে মাঠের মধ্যে মাঝেমধ্যেই মেজাজ হারাতে দেখা ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে।

এবার জানা গেল, সিদ্ধান্ত নিতেও মাঝেমধ্যে ভুল করেন ধোনি! কখনো কখনো বোলারদের পরামর্শ দিতে গিয়েও ভুল করে ফেলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। তিনি আরও জানান, ভুল করলেও সেটা গিয়ে ধোনিকে বলা যায় না।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে ধোনির সম্পর্কে জানতে চাওয়া হলে কুলদীপ বলেন, ‘ধোনিও মানুষ। অনেক সময় ভুল তারও হয়। অনেক সময়ই তিনি ভুল পরামর্শ দেন। কিন্তু সেটা তো আর তাকে বলা যায় না।’

এ সময় কুলদীপ আরও জানান, মাঠে কিংবা মাঠের বাইরে ধোনি বরাবরই স্বল্পভাষী। তার ভাষ্য, ‘ধোনি খুব বেশি কথা বলেন না। ওভার শেষ হওয়ার সময় যদি তার মনে হয় পরামর্শ দেওয়া প্রয়োজন, তখনই নিজের মতামত জানান তিনি।’

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি মনে করছেন, ধোনির পরামর্শ অধিনায়ক বিরাট কোহালিকে অনেকটাই সাহায্য করে।

রাহানে বলেন, ‘বিরাট খুব ভালো নেতা। ওর মধ্যে আলাদা গুণ রয়েছে। মাহি ভাইয়ের (ধোনি) নেতৃত্ব দেওয়ার অন্য রকম গুণ রয়েছে। বিরাট নিশ্চিতভাবে মাহি ভাইয়ের কাছ থেকে সমর্থন ও পরামর্শ পায়। এ ছাড়া উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব সামলানোয় পুরো মাঠের ফিল্ডিং সাজাতে মাহি ভাই সাহায্য করতে পারে। বোলারদেরও পরামর্শ দিতে পারে কোন লেন্থে বল করতে হবে।’

প্রিয় খেলা/আজাদ চৌধুরী