কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাসপ্রীত বুমরাহ। ছবি: সংগৃহীত

সাফল্যের কারণ জানালেন বুমরাহ

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ১৬:৫৩
আপডেট: ১৪ মে ২০১৯, ১৬:৫৩

(প্রিয়.কম) ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ের জন্য আগে থেকেই সুখ্যাতি রয়েছে জাসপ্রীত বুমরাহর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরেও তার ব্যতিক্রম হয়নি। ফাইনালসহ পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ডানহাতি পেসার। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রানের বিনিমিয়ে প্রতিপক্ষের দুটি উইকেট তুলে নেন তিনি।

অবাক করার মতো বিষয় হলো, রুদ্ধশ্বাস ফাইনালে বুমরাহর করা ৪ ওভার থেকে কোনো বাউন্ডারি আদায় করতে পারেননি চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। এ ছাড়া ২৪ বলের মধ্যে ডট বলই করেছেন ১৩টি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুম্বাইয়ের ২৫ বছর বয়সী এই পেসার।

শুধু তা-ই নয়; ম্যাচ শেষে বুমরাহর বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। শচিনের মতে, বুমরাহ বর্তমান সময়ের সেরা বোলার। এরপরই বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। বুমরাহর সাফল্যের কারণ খুঁজতে শুরু করেছেন তার ভক্ত-সমর্থকরা। ভক্ত-সমর্থকদের এই কৌতূহল মিটিয়েছেন বুমরাহ নিজেই, জানিয়েছেন তার সফলতার পেছনের আসল রহস্য।

চেন্নাইকে হারিয়ে শিরোপা জেতার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বুমরাহ বলেন, ‘সবসময় মাথা ঠান্ডা রেখে, পরিস্থিতি উপলব্ধি করে বল করে যাওয়ার চেষ্টা করি। সম্ভবত এই কৌশলটাই আমাকে সফলতা এনে দেয়।’

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে দারুণ বোলিং করছেন বুমরাহ। তবে এবারের আইপিএলকে বুমরাহর ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট মনে করছেন শচিন। তার ভাষ্য, ‘আমার মনে হচ্ছে, বুমরাহ তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছে। এ ক্ষেত্রে আইপিএল অনেকটাই সাহায্য করেছে তাকে।’

এর আগে ডানহাতি এই পেসারের প্রশংসা করে শচিন বলেন, ‘দীর্ঘ সময় ধরে লাইন ও লেন্থ ঠিক রেখে বোলিং করে যাওয়াটাই বুমরাহের বিশেষত্ব। আর স্লগ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করার অসাধারণ সামর্থ্য তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।’

প্রিয় খেলা/আজাদ চৌধুরী