কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হঠাৎ লিফটে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। আটকে পড়েন ওই নারী। ছবি: সংগৃহীত

দু’দিন একা লিফটে, নিজের মূত্র পান করতে বাধ্য হলেন নারী!

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ১৩:০৮
আপডেট: ১৩ মে ২০১৯, ১৩:০৮

(প্রিয়.কম) লিফটের ভেতরে ৪৮ ঘণ্টা আটকে থাকার পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নারীকে। লিফটের মধ্যে ওই নারী দুই দিন একা আটকে থাকার সময় বেঁচে থাকার জন্য একপর্যায়ে নিজের প্রস্রাব নিজেই পান করতে বাধ্য হয়েছিলেন। 

সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের কেন্ট প্রদেশের হাভেল স্কয়ারের মারগেট অ্যাডাল্ট এডুকেশন সেন্টারে।

অফিস শেষ হওয়ার পর ব্রিটিশ ওই নারী লিফটে ওঠেন। হঠাৎ লিফটে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। আটকে পড়েন তিনি।

লিফটে আটকে যাবার পর ওই নারী অনেকবার চেষ্টা করেছেন সেখান থেকে বের হওয়ার জন্য। কিন্তু লিফটের আশপাশে কেউই ছিল না। ফলে কেউ বুঝতেও পারেননি যে তিনি আটকে পড়েছেন লিফটে। দুই দিন ধরে ওই নারীর খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের কাছে ডায়েরি করেন। 

পরে পুলিশ তার সন্ধান করতে নেমে জানতে পারেন তিনি অফিস শেষে আর ফিরে আসেননি। পরে ওই অফিসের লিফটের দরজা ভেঙে ওই নারীকে পুলিশ উদ্ধার করেন।

জানা গেছে, লিফটের ভেতরে মোবাইলের নেটওয়ার্ক সচল ছিল না।

তাকে চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই নারীকে কেউ ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রিয় জটিল/আশরাফ/রুহুল