কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইপিএলের ১২তম আসরের পুরস্কার মঞ্চ। ছবি: সংগৃহীত

আইপিএল শেষে কে কোন পুরস্কার ও কত টাকা জিতল

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০৯:৪৯
আপডেট: ১৩ মে ২০১৯, ০৯:৪৯

(প্রিয়.কম) রুদ্ধশ্বাস ফাইনালে চেন্নাই সুপার কিংসকে মাত্র ১ রানে হারিয়ে চতুর্থবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জিতে নেওয়ার মধ্য দিয়ে পর্দা নামলো দীর্ঘ প্রায় দেড় মাসের কুরুক্ষেত্রের।

দেখে নেওয়া যাক, এবারের আইপিএলে কে কি পুরস্কার জিতেছেন-

চ্যাম্পিয়ন: মুম্বাই ইন্ডিয়ান্স (২০ কোটি রুপি)

রানার্সআপ: চেন্নাই সুপার কিংস (সাড়ে ১২ কোটি রুপি)

ম্যান অব দ্য ফাইনাল: জসপ্রিত বুমরাহ, মুম্বাই ইন্ডিয়ান্স (৫ লাখ রুপি)

ম্যান অব দ্য টুর্নামেন্ট: আন্দ্রে রাসেল, কেকেআর (১০ লাখ রুপি)

সেরা মাঠের পুরস্কার: পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (২৫ লাখ রুপি ভাগ করে নেবে দুই অ্যাসোসিয়েশন)।

উদীয়মান খেলোয়াড়: শুভমান গিল, কেকেআর (১০ লাখ রুপি)

টুর্নামেন্ট ফেয়ার প্লে: সানরাইজার্স হায়দরাবাদ 

মৌসুমের সেরা ক্যাচের পুরস্কার: কাইরন পোলার্ড, মুম্বাই ইন্ডিয়ান্স (১০ লাখ রুপি)

সেরা স্ট্রাইক রেটের পুরস্কার: আন্দ্রে রাসেল, কেকেআর (১০ লাখ রুপি)

অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রহকারী): ডেভিড ওয়ার্নার, ৬৯২ রান, সানরাইজার্স হায়দরাবাদ (১০ লাখ রুপি)

পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট শিকারী): ইমরান তাহির, ২৬ উইকেট, চেন্নাই সুপার কিংস, (১০ লাখ রুপি)।

মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার: আন্দ্রে রাসেল, কেকেআর, (১০ লাখ রুপি)

প্রিয় খেলা/আশরাফ