কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আশুগঞ্জ সার কারখানা। ছবি: সংগৃহীত

আশুগঞ্জ সার কারখানা ৭৫ দিনের জন্য বন্ধ ঘোষণা

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ২১:০৩
আপডেট: ১২ মে ২০১৯, ২১:০৩

(প্রিয়.কম) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার কুলিং টাওয়ার মেরামত কাজ করার জন্য সারকারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

১২ মে, রবিবার ভোর থেকে ৭৫ দিন (আড়াই মাস) জন্য সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সার কারখানা প্রকৌশল বিভাগ জানায়, পূর্ব নির্ধারিত কুলিং টাওয়ার মেরামত, রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতি প্রতিস্থাপন কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

কারখানা বাণিজ্যিক বিভাগ জানায়, কারখানা বন্ধ করে দেওয়া হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। বিসিআইসি থেকে কারখানা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল এক লাখ ৫০ হাজার মেট্রিক টন সার, যা গত শনিবার রাত সাড়ে ১২টায় অর্জিত হয়েছে।

এদিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, বার্ষিক মেরামতের জন্য কারখানা আড়াই মাস বন্ধ থাকলেও কারখানার নিজস্ব ও আমদানিকৃত মিলিয়ে ৯০ হাজার মেট্রিক টন সার মজুদ আছে। ফলে বর্তমান অফসিজনে সার সংকটের কোনো সম্ভাবনা নেই।

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী