কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

মা দিবসের গানে শিশুশিল্পীর সঙ্গে অমিতাভ বচ্চনের কণ্ঠ (ভিডিও)

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ১৭:০৯
আপডেট: ১২ মে ২০১৯, ১৭:০৯

(প্রিয়.কম) অমিতাভ বচ্চন আর সুজিত সরকার যখনই একসঙ্গে কাজ করেছেন, একটা ম্যাজিক তৈরি হয়েছে। সেটা ‘পিকু’ হোক বা ‘পিঙ্ক’। অমিতাভ বচ্চন আর সুজিত সরকার আবার একসঙ্গে একটা প্রজেক্টে কাজ করলেন, তবে সেটা কোনো সিনেমা নয়। আজ মা দিবস উপলক্ষে তারা এক বিশেষ উপহার দিলেন ভক্তদের। সুজিত সরকারের পরিচালনায় তৈরি হয়েছে একটি মিউজক ভিডিও, যাতে কণ্ঠ দিয়েছেন অমিতাভ বচ্চন। ‘মা’ গানটিতে এক শিশুশিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তিনি।

অনুজ গর্গের সুরে গানের কথা লিখেছেন পুনীত শর্মা। অমিতাভের সঙ্গে গানে কণ্ঠ দেওয়া শিশুশিল্পী হলেন সুরকার অনুজের ছেলে ইয়াজাত গর্গ। মা দিবসের প্রাক্কালে মাকে নিয়ে তার গাওয়া গানের ভিডিও শেয়ার করে অমিতাভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মাতৃদিবসে এটা আমাদের পক্ষ থেকে একটা ছোট শ্রদ্ধার্ঘ্য।’

কানে হেড ফোন গুঁজে, লাইট বন্ধ করে ভক্তদের এই গান শোনার আর্জি জানিয়েছেন অমিতাভ। একাকী মনোজগতে এই গান যে এক অনন্য পরিবেশের সৃষ্টি করবেই, তাই বলছেন বিগ বি। জন্মদাত্রী মায়ের প্রতি গভীর আবেগেই শাহেনশাহর গলা দিয়ে ঝরেছে সুর। কোট-টাই পরে মা তেজি বচ্চনের সঙ্গে ছোট্ট অমিতাভকে দেখা গেছে ভিডিওতে। গানের শেষে রয়েছে মর্মস্পর্শী একটি বার্তা—‘তুমি আজও আমার পাশে আছো মা’। বিগ বির কণ্ঠে এই গান উপহার পেয়ে মুগ্ধ তার ভক্তকুল।

গানে অমিতাভের কণ্ঠ দেওয়া প্রসঙ্গে সুজিত বললেন, ‘আমার মনে হয়েছিল মিস্টার বচ্চন ছাড়া এই কাজ আর কেউ করতে পারবেন না। আমি তাকে একটা ছোট ভিডিও ক্লিপ পাঠিয়েছিলাম, যেখানে বচ্চনের মা তেজি বচ্চনের সঙ্গে তার একটা ছবি ছিল। সেটা পাঠানোর সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে যান। এই ভিডিওটি শুধু তাদের জন্যই নয়, যারা নিজের মাকে হারিয়েছেন। এটা তাদের জন্যও, যারা এখনো নিজের মায়ের ছায়া দেখতে পান।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী