কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জেমস ও আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত

মাকে নিয়ে বাচ্চু ও জেমসের সেই দুই গান (ভিডিও)

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২ মে ২০১৯, ১৫:৩৩
আপডেট: ১২ মে ২০১৯, ১৫:৩৩

(প্রিয়.কম) একটা স্বর্ণযুগ ছিল বাংলাদেশের ব্যান্ড মিউজিকের। সেই স্বর্ণযুগের সারথী হয়েছিলেন বাংলার যে তারকারা তাদের অন্যতম আইয়ুব বাচ্চু আর জেমস। তবে গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু গত ১৮ অক্টোবর ফিরেছেন মায়ের কোলে। তিনি মারা যাবার আগে রেখে গেছেন অসংখ্য জনপ্রিয় গান। এর মধ্যে ‘আম্মাজান’ সিনেমার টাইটেল সং ‘আম্মাজান’ গানটি হয়েছিল ব্যাপক জনপ্রিয়।

১৯৯৯ সালে কাজী হায়াতের ‘আম্মাজান’ চলচ্চিত্রের এ গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন প্রয়াত জনপ্রিয় নায়ক মান্না। 

এ ছাড় জেমসের ‘দশ মাস দশ দিন’ শিরোনামের মা’কে নিয়ে গাওয়া গানটি দেশ ও দেশের বাইরে তুমুল জনপ্রিয়। এটির কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ।

আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার এ দিবসটি পালন করা হয়।  মা দিবসে দেখে নেওয়া যাক বাংলাদেশের এই দুই কিংবদন্তি ব্যান্ড তারকার মাকে নিয়ে গাওয়া তুমুল জনপ্রিয় দুইটি গান। 

আইয়ুব বাচ্চুর ‘আম্মাজান’ 

জেমসের ‘দশ মাস দশ দিন’

প্রিয় ভিডিও/আশরাফ/রুহুল