কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হেলিকপ্টারটি নিজেই ঠিক করার চেষ্টা করছেন রাহুল। ছবি: সংগৃহীত

নিজেই হেলিকপ্টার ঠিক করার চেষ্টা করছেন রাহুল গান্ধী! (ভিডিও)

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২ মে ২০১৯, ১৪:৫৬
আপডেট: ১২ মে ২০১৯, ১৪:৫৬

(প্রিয়.কম) ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এখন খুবই ব্যস্ত। নির্বাচনি প্রচার, রোড শো, বক্তৃতা এসব নিয়েই এখন তার দিন পার হয়ে যাচ্ছে।

১১ মে, শনিবার একটি সমাবেশে অংশগ্রহণ করতে হিমাচল প্রদেশে গিয়েছিলেন রাহুল। কিন্তু সেখানে যাওয়ার পরই এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় তাকে। যে হেলিকপ্টারে করে তিনি ভ্রমণে বেড়িয়েছিলেন, সেই হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মজার বিষয় হচ্ছে, হেলিকপ্টারটি নিজেই ঠিক করতে লেগে যান রাহুল গান্ধী। মাটিতে শুয়ে হেলিকপ্টারের সমস্যা খুঁজে বের করে তা ঠিক করার চেষ্টা করেন।

রাহুল তার ইনস্টাগ্রামে ওই মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে দেখা যায়, মাটিতে শুয়ে মনোযোগ দিয়ে হেলিকপ্টারের খুঁটিনাটি সমস্যগুলো দেখছেন তিনি। সেখানে দলবদ্ধভাবে কাজ করা সম্পর্কে একটি বার্তাও দিয়েছেন রাহুল। ওই বার্তায় তিনি লিখেছেন, ‘ভালো দলবদ্ধ কাজ মানেই একসঙ্গে হাতে হাত! আজ হিমাচল প্রদেশের উনাতে আমাদের হেলিকপ্টারে কিছু সমস্যা দেখা দেয়। আমরা একসঙ্গে কাজ করছি আমরা দ্রুত সমস্যার সমাধান করেছি। তেমন গুরুতর কিছু নয়।

ইতোমধ্যে রাহুলের করা ওই পোস্টটিতে সাধারণ মানুষ লাখে লাখে মন্তব্য করেছেন। অনেকেই রাহুলের প্রশংসা করেছেন। 

ইনস্টাগ্রামে একজন লিখেছেন, ‘স্যার, আমরা আপনাকে বিশ্বাস করি এবং আপনাকে সমর্থন করি।’ আরেক জন লিখেছেন, ‘নিরাপদ থাকুন।’

কংগ্রেস সেই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, পাইলটদের সঙ্গে দাঁড়িয়ে তাদের সাহায্য করছেন রাহুল।

রাহুল গান্ধীর বাবা, সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন। তিনি এয়ার ইন্ডিয়াতে কাজও করেছিলেন।

প্রিয় সংবাদ/আশরাফ/রুহুল