কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হিরো আলম। ছবি: সংগৃহীত

হিরো আলম উপনির্বাচনে অংশ নিচ্ছেন

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১৭:৪৯
আপডেট: ১১ মে ২০১৯, ১৭:৪৯

(প্রিয়.কম) সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত অভিনেতা হিরো আলম বগুড়া-৬ আসন থেকে উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ১১ মে, শনিবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমি জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়েছি। তাই এ দল থেকেই মনোনয়ন চাইব। যদি জাতীয় পার্টি মনোনয়ন না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।’

গত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে এমপি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন হিরো আলম। সে সময় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি আদালতে আপিল করেন।

২০১৬ সালে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হিরো আলম।

বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করতেন হিরো আলম। সিডি যখন চলছিল না তখনই মাথায় আসে কেবল সংযোগ বা ডিশ ব্যবসার। এই ব্যবসার সুবাদে মিউজিক ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ শুরু করেন তিনি। অনলাইনে প্রায় ৫০০ মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদমাধ্যমে আলোচনায় আসেন তিনি।

প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী