কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অ্যাপাচে গার্ডিয়ান হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

এবার ভারতীয় বিমানবাহিনীর হাতে ভয়ঙ্কর হেলিকপ্টার

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১৪:৪৭
আপডেট: ১১ মে ২০১৯, ১৪:৪৭

(প্রিয়.কম) ভারতীয় বিমানবাহিনীর শক্তি এখন অনেকটাই বেড়ে যাবে। কারণ ভারতের হাতে আসছে যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচে গার্ডিয়ান হেলিকপ্টার।

১০ মে, শুক্রবার ভারতীয় বিমানবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে প্রথম হেলিকপ্টারটির তুলে দেয় মার্কিন যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং। বিমানবাহিনীর পক্ষে ওই হেলিকপ্টার গ্রহণ করেন এয়ার মার্শাল এএস বাটোলা। 

এই হেলিকপ্টারটি যেকোনো আবহাওয়ায় কাজ করতে পারে। বাতাস ও মাটিতে যেকোনো টার্গেটে আঘাত হানতে পারে এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান হেলিকপ্টার। 

সম্প্রতি ভারতীয় বিমানবাহিনী মার্কিন যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং এবং সে দেশের সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। যেখানে ২২টি এএইচ–৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার কেনার চুক্তি হয়।

হেলিকপ্টারের প্রথম ব্যাচটি বিমানবাহিনীর হাতে আসবে জুলাই মাসে। ইতোমধ্যে বিমানবাহিনীর হাতে এসেছে যুক্তরাষ্ট্রের তৈরি চিনুক হেলিকপ্টার। ওই কপ্টারটিও তৈরি করেছিল বোয়িং।

অত্যাধুনিক হেলিকপ্টার চিনুক এবং অ্যাপাচে ব্যবহারে ভারতীয় বিমানবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সংস্থা বোয়িং।

চিনুকের নতুন সংস্করণ সিএই–৪৭ এফ ঘণ্টায় ১৭৫ মাইল গতিতে সাড়ে ৯ টন মাল বহনে সক্ষম। এর আগে ভারতীয় বিমানবাহিনীর হাতে এমন ক্ষমতার হেলিকপ্টার ছিল না।

প্রিয় সংবাদ/রুহুল