কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেভিড ওয়ার্নারের জার্সির বুকে লেখা প্রতারক। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া নয়, ওয়ার্নারের বিশ্বকাপ জার্সির বুকে লেখা প্রতারক!

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১১:২৩
আপডেট: ১১ মে ২০১৯, ১১:২৩

(প্রিয়.কম) ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বৈরথ বেশ পুরানো। যেকোনো ইস্যুতে একে অপরকে খোঁচা দিতে পিছপা হয় না কেউ। তারই ধারাবাহিকতা বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগেই ইংলিশ সমর্থকদের আক্রমণের শিকার ডেভিড ওয়ার্নার-মিচেল স্টার্ক ও নাথান লায়ন। স্পষ্টভাবে বললে, অস্ট্রেলিয়া ক্রিকেট দলই তাদের লক্ষ্যবস্তু!

ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরে ভালো সমাদরই পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে আসন্ন বিশ্বকাপে ব্রিটিশ সমর্থকরা যে মোটেই তার জন্য বরণডালা নিয়ে বসে থাকবে না তা পরিষ্কার করে দিলো বার্মি আর্মি। সম্প্রতি তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।

যার একটিতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার হলুদ জার্সি পরনে ওয়ার্নার। তবে ফটোশপ করে বল টেম্পারিংয়ের মূল হোতা ওয়ার্নারের জার্সিতে অস্ট্রেলিয়া লেখা স্থানটা মুছে দিয়ে ব্রিটিশ সমর্থক গোষ্ঠী লিখে দিয়েছে ‘প্রতারক’। বুকের উপর ওই লেখা আবার নিজেই দুই হাত দিয়ে দেখাচ্ছেন ওয়ার্নার!

নাথা লায়ন ও স্টার্কের ফটোশপ করা ছবি।

শুধু ওয়ার্নারই নয়, বার্মি আর্মির আক্রমণের শিকার হয়েছেন মিচেল স্টার্কনাথন লায়নও। এই দুই বোলারের ছবিতে হাতে বলের জায়গায় ফটোশপ করে ঢোকানো হয়েছে স্যান্ড পেপারের রোল (শিরিষ কাগজ)। এই স্যান্ড পেপার দিয়েই বল বিকৃত করার অভিযোগ উঠেছিল ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফ্টের বিরুদ্ধে।

পোস্টটির ক্যাপশনে লেখা, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের প্লেয়ারদের পোর্ট্রেট প্রকাশ করেছে।’ কেপটাউনে কুখ্যাত স্যান্ডপেপার গেটের জন্যই মূলত ওয়ার্নারকে এভাবে কটাক্ষ করা হয়েছে। তবে লায়ন ও স্টার্ককে যোগ করে প্রকারান্তরে গোটা অস্ট্রেলিয়া দলকেই প্রতারক আখ্যা দিয়েছে ব্রিটিশ সমর্থক গোষ্ঠী বার্মি আর্মি।

বার্মি আর্মির এই টুইট প্রসঙ্গে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, তারা এরকম পরিস্থিতি নিয়ে ভাবছে না। এই সবের জন্য তারা তৈরি।

প্রিয় খেলা/রুহুল