কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

খিলক্ষেত থেকে ২৩ রোহিঙ্গা আটক

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ১৫:১৬
আপডেট: ১০ মে ২০১৯, ১৫:১৬

(প্রিয়.কম) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর খিলক্ষেত থেকে শিশুসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে।

১০ মে, শুক্রবার ভোরে ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি। ডিবির পাশাপাশি খিলক্ষেত থানা পুলিশও এই অভিযানে অংশ নেয়।

অভিযানে আটককৃতদের ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিকের ছেলেকেও আটক করেছে ডিবি।

খিলক্ষেত থানার ওসি মুস্তাজিরুর বলেন, পুলিশসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম খিলক্ষেত মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে শিশুসহ ২৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়।

তিনি বলেন, ওই বাসার মালিকের ছেলেকেও আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সবাইকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

প্রিয় সংবাদ/রুহুল