কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শহীদ আফ্রিদি ও শোয়েব আখতার। ছবি: সংগৃহীত

‘আফ্রিদি কমই লিখেছে, সিনিয়ররা ব্যাট দিয়ে পেটাতেও চাইতেন’

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ১৪:২১
আপডেট: ১০ মে ২০১৯, ১৪:২১

(প্রিয়.কম) ক্রীড়াঙ্গনের অনেক তারকাই আত্মজীবনীমূলক বই লিখেন। খেলোয়াড়ি জীবনের বিভিন্ন ঘটনা ও ব্যক্তিগত জীবনের টুকিটাকি ছাপার অক্ষরে তুলে ধরেন পাঠকের জন্য। এই তালিকায় নাম লিখিয়েছেন শহীদ আফ্রিদিও। সম্প্রতি প্রকাশিত হয়েছে পাকিস্তানি সাবেক এই অধিনায়কের আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’।

প্রকাশিত হওয়ার পর থেকেই সংবাদমাধ্যমে প্রতিদিনই বিভিন্ন শিরোনামে যাচ্ছে শহীদ আফ্রিদির আত্মজীবনীর চুম্বক অংশগুলো। এই যেমন আফ্রিদির আসল বয়স, মেয়ে ভেবে ছেলের সঙ্গে প্রেমালাপ, ২০১০ সালে লর্ডস টেস্টের স্পটফিক্সিং কাণ্ড, ওয়াকার ইউনিস-গৌতম গম্ভীর-জাভেদ মিয়াঁদাদদের বিরুদ্ধে নানা বিষোদগার ইত্যাদি।

শুধু তাই নয়। আফ্রিদি জানিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটাররা নাকি তার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করতেন। এ নিয়ে তুমুল শোরগোল ওঠে পাকিস্তানে। আত্মজীবনীতে করা আফ্রিদির এই অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছেন আরেক সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব আখতার

সাবেক এই তারকা পেসার জানিয়েছেন, আফ্রিদির মতো তারও নাকি এ ব্যাপারে অভিজ্ঞতা ভালো নয়। একবার নাকি চার সিনিয়র ক্রিকেটার তাকে মারতে পর্যন্ত উদ্যত হয়েছিল। এ ছাড়াও শোয়েব আখতারের মতে, ‘গেম চেঞ্জার’ নামক আত্মজীবনীতে এ বিষয়ে অনেক কম করেই লিখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে এ নিয়ে শোয়েব আখতার বলেন, ‘আফ্রিদির মতো আমার অভিজ্ঞতাও সুখকর নয়। সে তো আত্মজীবনীতে কমই লিখেছে। সে সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে যেমন বাজে ব্যবহারের শিকার হয়েছে, তার তুলনা নেই। আমি নিজের চোখে দেখেছি অনেক কিছুই। একবার অস্ট্রেলিয়া সফরে তো চার সিনিয়র ক্রিকেটার আমাকে ব্যাট দিয়ে মারতে পর্যন্ত উদ্যত হয়!’

শোয়েব আখতার জানিয়েছেন ১০ জন সিনিয়র ক্রিকেটার নাকি ক্ষমাও চেয়েছিলেন তাদের কাছে। এ নিয়ে শোয়েবের ভাষ্য, ‘১০জন ওমরাহ পালন করতে যাওয়ার আগে আমাদের কাছে ক্ষমা চাইতে এসেছিলেন। আমি বলেছি, এসব ক্ষমা চেয়ে এখন আর কোনো লাভ নেই, যা ক্ষতি হওয়ার সেটা তো হয়েই গিয়েছে। তবে আমি তাদের ক্ষমা করে দিয়েছি। ওসব আমি আমার মনের মধ্যে পুষে রাখিনি।’

শোয়েব আখতারের আত্মজীবনী গেম চেঞ্জারের প্রচ্ছদ।

আত্মজীবনীতে পাকিস্তানের সাবেক কিংবদন্তি তারকা ক্রিকেটার মিয়াঁদাদ সম্পর্কে আফ্রিদি জানান, মিয়াঁদাদ তাকে দেখতেই পারতেন না। সবসময়ই তার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করতেন মিয়াদাঁদ। ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের আগে আফ্রিদিকে ব্যাটিং অনুশীলন করতে দেননি তিনি। এমনকি তখনকার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিয়াঁদাদের সুনাম করার জন্য আফ্রিদিকে বাধ্য করতেন তিনি।

মিয়াদাঁদকে ছোট মনের মানুষ আখ্যা দিয়ে আফ্রিদি লিখেছেন, ‘সেদিনের পর থেকে আমি মিয়াঁদাদের ওপর আমার সব শ্রদ্ধা হারিয়ে ফেলি। তিনি পাকিস্তানের কিংবদন্তি হতে পারেন কিন্তু বাস্তবে অনেক ছোট মনের মানুষ তিনি।’

প্রিয় খেলা/রুহুল