কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি

দুর্বৃত্তদের দল বিএনপি: তথ্যমন্ত্রী

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১৭:৪৫
আপডেট: ০৯ মে ২০১৯, ১৭:৪৫

(প্রিয়.কম) বিএনপি গণতন্ত্রের জন্য হুমকি ও বড় শত্রু মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতার উচ্ছিষ্ট ছড়িয়ে দুর্বৃত্তদের নিয়ে বিএনপি গঠন করেন জিয়াউর রহমান। সেই দলের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্বৃত্ত তারেক রহমান। তার নেতৃত্বে ২১ আগস্টে গ্রেনেড হামলা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে তারা গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছে। যদিও তার সেই উদ্দেশ্য সফল হয়নি।’ 

৯ মে, বৃহস্পতিবার বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবাষির্কী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ড. হাছান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ স্মরণসভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘আজ রাজনীতির বণিকায়ন ও দুর্বৃত্তায়নের জন্য রাজনীতির ক্ষতি হচ্ছে। বণিকরা যখন রাজনীতি করবে তখন তারা লাভের চিন্তা করবে। আর দুর্বৃত্তরা যখন রাজনীতি নিয়ন্ত্রণ করবে তখন সমাজ থেকে দুর্বৃত্ত দূর করা সম্ভব হবে না। রাজনীতিতে এই বণিকায়ন ও দুর্বৃত্তায়ন চালু করেন জিয়াউর রহমান এবং হুসেইন মুহম্মদ এরশাদ তা ষোলকলায় পূর্ণ করেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওয়া ভবনের দুর্নীতি, তারেক রহমানের দুর্নীতির কথা বলেছেন। তার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই বক্তব্য নাকি গণতন্ত্রের জন্য হুমকি। আসলে গণতন্ত্রের জন্য বড় হুমকি বিএনপি। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছেন। গণতন্ত্র নিয়ে কথা বলা এদের মুখে মানায় না।’

বিএনপি আদর্শহীন দল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যাদের মধ্যে কোনো চেতনা নেই, আদর্শ নেই, সেই দল বেশিদিন টিকে থাকতে পারে না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকায় দলের নেতাকর্মীরা হতাশ হয়ে দল ছাড়তে শুরু করেছে।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির শরিকরা এখন দল ছেড়ে পালাতে শুরু করছে। ২০ দলের পর ঐক্যফ্রন্টেও ভাঙন শুরু হয়েছে। কারণ বিএনপি দুর্বৃত্তদের দল। এ কারণেই তারা এখন একটি জনবিচ্ছিন্ন ছোট দলে পরিণত হয়েছে। আমরা চাই, তারা দুর্বৃত্তের নেতৃত্ব থেকে বেরিয়ে আসুক। দেশের স্বার্থ বিবেচনা করে দুর্বৃত্তায়নের নেতৃত্ব থেকে তাদের বেরিয়ে আসতে হবে।’

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী