কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজশাহী-ঢাকা চলাচলকারী বনলতা এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের খাবার বাধ্যতামূলক থাকছে না

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ২০:৪২
আপডেট: ০৬ মে ২০১৯, ২০:৪২

(প্রিয়.কম) রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের খাবার বাধ্যতামূলক থাকার সিদ্ধান্ত বাতিল করতে যাচ্ছে মন্ত্রণালয়।

৬ মে, সোমবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনকে ফোন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী ট্রেনের খাবারের বিষয়ে মতামত চাইলে খাবার বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিলের পক্ষে মত দেন। পরে মেয়রের অনুরোধে খাবার বাধ্যতামূলক থাকার সিদ্ধান্ত বাতিলে মেয়রকে আশ্বস্ত করেন মন্ত্রী।

জানতে চাইলে খায়রুজ্জামান লিটন সাংবাদিকের বলেন, ‘খাবারের বিষয়টি নিয়ে মন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছিলেন। আমি রাজশাহীবাসীসহ যাত্রীদের প্রত্যাশা ও সুবিধার কথা বিবেচনা করে ট্রেনে খাবার বাধ্যতামূলক থাকার সিদ্ধান্ত বাতিল করতে সুপারিশ করেছি। মন্ত্রী বাতিলে সম্মত হয়েছেন।

এদিকে, বনলতা এক্সপ্রেস ট্রেন চালুর পর থেকেই এর বাধ্যতামূলক খাবার নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর ওপর খাবারের মান ও দাম নিয়েও ওঠে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে খাবার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করতে যাচ্ছে রেল মন্ত্রণালয়। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেলো।

এর আগে গত ২৫ এপ্রিল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অঞ্চলের প্রথম বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রিয় সংবাদ/কামরুল