কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শহীদ আফ্রিদি ও গৌতম গম্ভীর। ছবি: সংগৃহীত

আফ্রিদিকে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যাবেন গম্ভীর!

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ২১:৩৯
আপডেট: ০৪ মে ২০১৯, ২১:৩৯

(প্রিয়.কম) খেলোয়াড়ি জীবনে গৌতম গম্ভীর ও শহীদ আফ্রিদির মধ্যে কখনো সুসম্পর্ক ছিল না। ক্রিকেটপ্রেমীদের কাছেও এটা অজানা নয়। অবসর নেওয়ার পরও আফ্রিদি-গম্ভীরের মধ্যকার অদৃশ্য দ্বন্দ্বটা রয়ে গেছে। সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়কের আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’ প্রকাশিত হওয়ার পর সেটা আবারও প্রকাশ্যে এসেছে।

গেল ৩০ এপ্রিল বাজারে এসেছে গেম চেঞ্জার নামক বইটি। এই বইটি লেখার কাজে আফ্রিদিকে সাহায্য করেছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও সম্প্রচারক ওয়াজাহাত খান। কিন্তু আফ্রিদির আত্মজীবনী বাজারে আসতেই নতুন বিতর্ক উসকে দিয়েছে।

ক্যারিয়ারের সব চড়াই-উতরাই, আলোচনা-সমালোচনা, বিতর্কের বিষয়গুলো বইয়ে তুলে ধরেছেন আফ্রিদি। সেখানে নিজের আসল বয়স জানানোর পাশাপাশি ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর সম্পর্কেও বিস্ফোরক কিছু তথ্য দিয়েছেন তিনি। আফ্রিদি দাবি করেছেন, তার মা ও নিকট আত্মীয়দের নিয়ে বাজে মন্তব্য করেছিলেন গম্ভীর

এসব অভিযোগ শুনে অবশ্য চুপ করে থাকেননি গম্ভীর। তার দাবি, আফ্রিদির মানসিক সমস্যা আছে। যত দ্রুত সম্ভব ভারতে এসে তাকে মানসিক চিকিৎসা করানোর পরামর্শও দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদিকে পাল্টা আক্রমণ করে গম্ভীর লেখেন, ‘আফ্রিদি, তুমি একজন উন্মাদ ব্যক্তি। এখনো আমরা চিকিৎসার জন্য পাকিস্তানকে ভিসা প্রদান করছি। আমি নিজে তোমাকে একজন মনোবিদের কাছে নিয়ে যাব।’

এর আগে গৌতম গম্ভীর প্রসঙ্গে আফ্রিদি লিখেন, ‘সেই ঘটনা আমার এখনো মনে আছে। ২০০৭ সালে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ চলাকালীন সিঙ্গেল রান নেওয়ার সময় গম্ভীর আমার দিকে তেড়ে এসেছিল। সে আমার মা এবং নিকট আত্মীয়দের নিয়ে বাজেভাবে গালমন্দ করেছিল।’

এখানেই শেষ নয়, গম্ভীরকে অসুস্থ মানসিকতার উল্লেখ করে তাকে ক্রিকেটের কলঙ্ক বলতেও দ্বিধাবোধ করেননি আফ্রিদি। তার ভাষ্য, ‘গম্ভীর খুবই দাম্ভিক প্রকৃতির মানুষ। তার মানসিকতায় সমস্যা আছে।’

আত্মজীবনীতে আফ্রিদি আরও লিখেছেন, ‘কিছু রেষারেষি ব্যক্তিগত, কিছু পেশাগত। প্রথমটা গম্ভীরকে নিয়ে। বেচারা গম্ভীর আর ওর আচরণগত সমস্যা। গম্ভীর এমন একজন, যার কোনো ব্যক্তিত্ব নেই। যাকে বড় জোর ক্রিকেটের একটা চরিত্র বলা যেতে পারে। যার কোনো বিরাট রেকর্ড নেই, কিন্তু প্রচণ্ড ঔদ্ধত্য আছে।’ 

প্রিয় খেলা/রুহুল