কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাপানের আকাশি অঞ্চলের হিপোপো পাপা ক্যাফেতে অবস্থিত এই টয়লেটটি। ছবি: সংগৃহীত

এই টয়লেটে ঢুকলেই, সামুদ্রিক মাছেদের খপ্পরে পড়বেন আপনি!

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৯:২৪
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৯:২৪

(প্রিয়.কম) সকাল সকাল প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে ঢুকেছেন আপনি। কমোডে বসেছেন মাত্র, এমন সময় একটি তিমি মাছ উঁকি মারছে! অথবা মাথার উপর দিয়ে জলকেলি করে গেল তারা মাছ বা কচ্ছপ! ঝাঁকে ঝাঁকে মাছ আপনার বাথরুমের সামনে দিয়ে ঘুরে ফিরে যাচ্ছে। অনেকেই ভাবছেন এরকম ঘটনা শুধু স্বপ্নেই সম্ভব। কিন্তু স্বপ্নে নয়, এমনই এক টয়লেট জাপানের আকাশি অঞ্চলের হিপোপো পাপা ক্যাফেতে অবস্থিত।

আসলে এই টয়লেটটি একটি বিশালাকৃতির অ্যাকোয়ারিয়াম বেষ্টিত। এই টয়লেটে ঢুকলেই মনে হবে সত্যিই বুঝি সমুদ্রের মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছেন আপনি! 

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্যাফেটির মালিক এই অভিনব টয়লেটটি তৈরি করতে দুই লাখ পাউন্ডের বেশি খরচ করেছেন। 

সামাজিক যোগাযোগামাধ্যমে ইতোমধ্যে এই টয়লেটের ছবি ভাইরাল হয়ে পড়েছে। এই ক্যাফেতে যারা আসেন তারা সবাই ওই টয়লেটের ছবি পোস্ট করেন। 

প্রিয় জটিল/রুহুল