কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আম্পায়ারের কাছে বল চেয়ে না পেয়ে হতাশ অশ্বিন। ছবি: সংগৃহীত

বল হারিয়ে ফেললেন আম্পায়ার, ভিডিওতে দেখুন আইপিএলের অদ্ভুত কাণ্ড

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৩
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৩

(প্রিয়.কম) ব্যাট হাতে প্রস্তুত ব্যাটসম্যান। বোলার দৌড় শুরু করবেন, অপেক্ষা করছিলেন বল নেওয়ার। এমন সময় দেখা গেল কারো কাছে বল নেই। কারো কাছে তো নেই-ই, মাঠেই নেই বল। কোনো ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়ে বল হারিয়েছেন, তেমনও নয়। তাহলে বল গেল কোথায়?

উপায় না দেখে নতুন বল নেওয়া হলো। নতুন বল আসতেই অবশ্য টিভি রিপ্লে দেখে আম্পায়ার বুঝতে পারেন বল তার পকেটে। বল না পেয়ে মিনিট দুয়েক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। আইপিএলে এমনই এক ঘটনা ঘটেছে। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে অদ্ভুত এই কাণ্ড ঘটেছে।

বেঙ্গালুরু ব্যাটিং করছিল। পাঞ্জাবের হয়ে ১৫তম ওভারটি করতে যান অঙ্কিত রাজপুত। বোলিং প্রান্তে গিয়ে বল চাচ্ছিলেন তিনি। কিন্তু দেখা গেল বল নেই। বল না পেয়ে আম্পায়ারের কাছে যান রাজুপত ও তার অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। তবুও সমাধান হয়নি। আম্পায়ার মনেই করতে পারেননি, তার পকেটেই ছিল বল।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন