কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নোবেল ও অনুপম রায়। ছবি: সংগৃহীত

নিজের গান নোবেলের গলায় শুনে যা বললেন অনুপম (ভিডিও)

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৯:৩৬
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৯:৩৬

(প্রিয়.কম) ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ অনুষ্ঠানে ঢাকার ছেলে মাইনুল আহসান নোবেল এবার গাইলেন কলকাতার তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায়ের জনপ্রিয় গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’। অটোগ্রাফ চলচ্চিত্রের এই গানটি দুই বাংলার মানুষের কাছেই ব্যাপক জনপ্রিয়। এদিন সারেগামাপার মঞ্চে অনুপম নিজেই উপস্থিত ছিলেন।

অনুপম নোবেলের গান শুনে বলেন, চমৎকার গেয়েছে নোবেল। আমার নিজের গান নিজেরই শুনতে ভালো লাগছিল, সাধারণত ভালো লাগে না।

এর আগের পর্বে নোবেল সারেগামাপার মঞ্চে খুব ভালো গান পরিবেশন করেও এক নম্বর কম পেয়েছিল। ওই একটি নম্বর কম দেন শ্রীকান্ত আচার্য। যার কারণে দুই বাংলায়ই বেশ সমালোচনার মধ্যে পড়তে হয়েছে শ্রীকান্ত আচার্যকে।

সারেগামাপাতে নোবেলের গাওয়া অনেকগুলো গান বেশ জনপ্রিয় হয়েছে। বিচারকদের কাছ থেকেও ঢাকার ছেলে নোবেল বেশ ভালো ভালো মন্তব্য পেয়েছেন। নোবেল সারেগামাপাতে তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ গানটির মাধ্যমেই সর্বপ্রথম জনপ্রিয়তা অর্জন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সেই গানটি। 

প্রিয় বিনোদন/রুহুল