কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দিল্লি ক্যাপিটালস-কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে ঘটে এই ঘটনা। ছবি: সংগৃহীত

মানকাডের চেষ্টা অশ্বিনের, কি করলেন ধাওয়ান? (ভিডিও)

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১২:০০
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১২:০০

(প্রিয়.কম) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১২তম আসরের চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারকে ‘মানকাড আউট’ করে বিতর্কের ঝড় তোলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পড়েন তুমুল সমালোচনার মুখে।

ওই বিতর্কিত আউটের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। তবে চলমান আইপিএলে এখনও সেই আউটের রেশ কাটেনি। ঘুরে ফিরে বারবারই আলোচনায় আসছে মানকাড। এই যেমন দিল্লি ক্যাপিটালস-কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে আবারও মানকাড আউটের চেষ্টা করেছিলেন অশ্বিন।

যদিও শেষ মুহূর্তে দেখেন শিখর ধাওয়ানের ব্যাট ক্রিজের মধ্যেই রয়েছে। সে কারণে দ্রুত নিজেকে সামলে নেন অশ্বিন। তবে এরপর পাল্টা জবাবে ধাওয়ান যা করলেন তাতে হাস্যরসে মেতে উঠেছে নেটিজেনরা।

দিল্লি ক্যাপিটালস ইনিংসের ১৩তম ওভারে বল করছিলেন অশ্বিন। এ সময় নন-স্ট্রাইকিং এন্ডে ছিলেন শিখর। একটি বল করতে এসে ধাওয়ানকে মানকাড আউটের চেষ্টা করেন পাঞ্জাব অধিনায়ক। ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে হঠাৎই মুহূর্তের জন্য থমকে গিয়ে ক্রিজে শিখরের ব্যাটের অবস্থান মেপে নেন অশ্বিন।

যা দেখেই বোঝা গেছে, অশ্বিন মানকাড আউটের চিন্তা করেছিলেন। এ যাত্রায় ধাওয়ান সতর্ক থাকায় আউট হননি। তার ব্যাট ক্রিজের মধ্যে রয়েছে দেখে উইকেটে বল ছোঁড়েননি অশ্বিন। এরপরই পাল্টা জবাব দেন ধাওয়ান। 

পরের বলটি করার জন্য যখন অশ্বিন রান আপ নিতে পিছনে ছুটে গেলেন, তখন হাঁটু মুড়ে ক্রিজে বসে মজা শুরু করে দেন ধাওয়ান। পরে অশ্বিন বল করতে ক্রিজে এসে যখন বলটি ছুঁড়ছিলেন, তখন একধরনের ঠাট্টার ছলেই নাচের ভঙ্গিতে ক্রিজ ছেড়ে বেড়িয়ে যাওয়ার অভিনয় করেন ধাওয়ান।

ভিডিওতে দেখুন ধাওয়ান-অশ্বিনের সেই কাণ্ড-

যেন পাঞ্জাব অধিনায়ককে বোকা বানানোর চেষ্টা করছিলেন ধাওয়ান। ভিডিওটি প্রকাশ পেতেই তা ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। চলমান আইপিএলের একাধিক ম্যাচে এভাবে বোলাররা মানকাড আউটের চেষ্টা করলেও ব্যাটসম্যানদের বেশ সতর্ক থাকতে দেখা যাচ্ছে।

প্রিয় খেলা/রুহুল