কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সানবার্নের চুলকানি দূর করতে আপনার কাজে আসবে একটি খাবার, আর তা হলো ওটমিল। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ২২ এপ্রিল, ২০১৯

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৮:৩২
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৮:৩২

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

এই রোদ-এই বৃষ্টির এমন মৌসুমে ত্বকের যত্ন নেওয়াটা কঠিন হয়ে পড়ে। মেঘলা আকাশ দেখে সানস্ক্রিন ছাড়াই বাইরে চলে গেলেন, অথচ একটু পরই আকাশ জুড়ে উজ্জ্বল রোদ দেখা দিলো! এমন পরিস্থিতিতে সানবার্ন হতেই পারে। রোদে পোড়া এই ত্বকে জ্বালাপোড়ার পাশাপাশি বেশ চুলকানিও হয়। সানবার্নের জ্বলুনি না হয় অ্যালোভেরা দিয়ে দূর করলেন, চুলকানি দূর করবেন কী করে?

সানবার্নের চুলকানি দূর করতে আপনার কাজে আসবে একটি খাবার, আর তা হলো ওটমিল। রোদে পোড়া ত্বকে চুলকানি হলেও তা চুলকানো যাবে না, এতে ইনফেকশনের ঝুঁকি থাকে। বরং চুলকানি দূর করতে ওটের সঙ্গে পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এতে গুঁড়া করা প্লেইন ওট ব্যবহার করবেন, যাতে চিনি বা কোনো মশলা না থাকে। এরপর এই পেস্ট সানবার্নের ওপর মেখে নিন আলতো করে। চুলকানি ও জ্বলুনি দুটোই কমে আসবে।

প্রিয় লাইফ/রুহুল