কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কুকুরের পাল্লায় পড়ে গুইসাপের নাজেহাল অবস্থা দেখুন ভিডিওতে

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ১৬:৫৫
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ১৬:৫৫

(প্রিয়.কম) বড় গুইসাপ বা রামগদি (ইংরেজি: Water Monitor, বৈজ্ঞানিক নাম: Varanus salvator) হলো একধরনের বড় জাতের গিরগিটি। সর্বোচ্চ সাড়ে ১০ ফুটের মতো লম্বা হতে পারে এরা। গড় দৈর্ঘ্য ৪ ফুট ১১ ইঞ্চির মতো। ওজন ২৫ কেজির মতো হতে পারে। তবে বেশির ভাগেরই ওজন এর অর্ধেক। বড় গুইসাপ দেখতে পাওয়া যায় ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ইন্দোচীনে। এরা ভালো সাঁতারু। ভিডিওতে দেখুন এমনই একটি গুইসাপ একদল কুকুরের পাল্লায় পড়ে কীভাবে জীবন হারাতে বসেছিল।