কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খাঁচার মধ্যেই ওই সিংহীকে আদর করতে যান পর্যটক। ছবি: সংগৃহীত

টুইটারে ভাইরাল: সিংহীকে আদর করতে খাঁচায় হাত ঢুকিয়েছিলেন পর্যটক, তারপর...

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৯:২৫
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৯:২৫

(প্রিয়.কম) সম্প্রতি সিংহীকে আদর করতে গিয়ে নিজের হাত খোয়াতে বসেছিলেন এক পর্যটক। খাঁচার মধ্যে থাকা সিংহীকে আদর করতে গিয়েছিলেন ওই ব্যক্তি, হঠাৎ তার ডান হাত কামড়ে ধরে খাঁচায় বন্দী ওই সিংহী। পুরো ঘটনাটিই ওই পর্যটকের স্ত্রী মোবাইলের ক্যামেরায় ভিডিও করতে থাকেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিওটি পোস্ট করলে তা ভাইরাল হয়ে পড়ে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিংহীর হাতে আক্রান্ত ওই পর্যটকের নাম পিটার। সিংহীর মুখে প্রায় ৫ সেকেন্ড আটকে ছিল তার হাত। ছাড়া পাওয়ার পর দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের পেলোনমি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫ বছর বয়সী পিটার। জানা গেছে, তিকওয়ে রিভার লজে ঘটেছে এই দুর্ঘটনা।

যদিও লজ কর্তৃপক্ষের দাবি, সিংহীদের খাঁচায় হাত না দেওয়ার সতর্কবার্তা দিয়ে নোটিস বোর্ড লাগানো ছিল। কিন্তু তারপরও খাঁচায় হাত ঢুকিয়ে সিংহীদের আদর করতে যান পিটার। আর তখনই ঘটেছে এই ঘটনা।

প্রিয় জটিল/আশরাফ/রুহুল