কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফোনটির মূল্য ধরা হয়েছে ছয় হাজার ৯৯৯ টাকা। পাওয়া যাবে লাল, নীল ও কালো রঙে। ছবি: সংগৃহীত

দেশের বাজারে ৬ হাজার ৯৯৯ টাকায় নোকিয়ার স্মার্টফোন

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১৬:১৩
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১৬:১৩

(প্রিয়.কম) দেশের বাজারে নোকিয়া ১ প্লাস মডেলের স্মার্টফোন নিয়ে এসেছে এইচএমডি গ্লোবাল।

১৭ এপ্রিল, বুধবার দেশের বাজারে এই ফোন নিয়ে আসার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ফোনটির মূল্য ধরা হয়েছে ছয় হাজার ৯৯৯ টাকা। পাওয়া যাবে লাল, নীল ও কালো রঙে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যান্ড্রয়েড গো সংস্করণ স্মার্টফোন পরিবারের নতুন সদস্য নোকিয়া ১ প্লাস। নোকিয়া ১ প্লাস শুরুর দিকের গ্লোবাল অ্যান্ড্রয়েড ৯ (গো সংস্করণ) স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম, যাতে থাকছে একটি বড় স্ক্রিনসহ উচ্চমানসম্পন্ন ডিজাইন ও সলিড ইমেজিং।

নোকিয়া ১ প্লাসে রয়েছে ৫.৪৫ আইপিএস ১৮:৯ ফুল স্ক্রিন ডিসপ্লে। এতে আরও রয়েছে ৮ মেগাপিক্সেলের অটো ফোকাস রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আট জিবি স্টোরেজ এবং এক জিবি র‍্যামসমৃদ্ধ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই (গো সংস্করণ) সংস্করণ। রয়েছে আড়াই হাজার এমএএইচ ব্যাটারি।

সংবাদ বিজ্ঞপ্তি