কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডামোন ইয়াং। ছবি: সংগৃহীত

দেশে এলো অপো এফ১১ প্রো

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ২০:১৮
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ২০:১৮

(প্রিয়.কম) দেশে এফ১১ প্রো এবং এফ১১ নামের দুই মডেলের হ্যান্ডসেট নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপো

১৬ এপ্রিল, মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই দুই হ্যান্ডসেটের উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, থান্ডার ব্ল্যাক ও অরোরা গ্রিন রঙের অপো এফ১১ প্রোর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯০ টাকা এবং মার্বেল গ্রিন ও ফ্লুরাইট পার্পেল রঙের অপো এফ১১-এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯০ টাকা। আগামী ১৯ এপ্রিল থেকে নতুন এফ১১ প্রো হ্যান্ডসেট বাজারে পাওয়া যাবে।

এফ১১ এবং এফ১১ প্রোতে রয়েছে আল্ট্রা-হাই স্ট্যান্ডার্ড ৪৮ মেগাপিক্সেল+৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, এফ১.৭৯ অ্যাপারচার, বল-বিয়ারিং ক্লোজড-লুপ ভিসিএম, ৬পি লেন্স।

এর ফ্রন্ট ক্যামেরা লুকানো থাকবে। উভয় ফোনে রয়েছে ৬.৫-ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন এবং এর স্ক্রিন টু বডি রেশিও ৯০.৯%।

অপো এফ১১ প্রো এবং অপো এফ১১-এ রয়েছে যথাক্রমে চার হাজার ও চার হাজার ২০ এমএএইচ ব্যাটারি এবং ৬ জিবি ও ৪ জিবি র‍্যাম। প্রতিটি ফোনেই স্টোরেজ রয়েছে ১২৮ জিবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডামোন ইয়াং, রবি আজিয়াটা লিমিটেডের করপোরেট কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, ক্রিকেটার তাসকিন আহমেদ, অভিনয়শিল্পী সাবিলা নূর এবং আলোকচিত্রী প্রীত রেজা চৌধুরী, অপো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার ইয়োনো এবং পিআর ম্যানেজার ইফতেখার সানী।

প্রিয় প্রযুক্তি/আজাদ চৌধুরী