কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট থেকে সংগৃহীত

গরমে দীর্ঘ সময় পোশাক রাখুন ফ্রেশ

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ২২:৪৩
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ২২:৪৩

(প্রিয়.কম) গরমের দিনে বাইরে গেলে খুব দ্রুতই পোশাকের ফ্রেশ ভাবটা নষ্ট হয়ে যায়। কেননা ঘাম হয় খুব দ্রুত আর পরিবেশে ধুলোবালিও অনেক বেশি থাকে। ফলে কিছুক্ষণের মাঝেই কাপড় থেকে ভেজা ভেজা কিংবা বোটকা গন্ধ আসতে থাকে।

ব্যাপারটি একদিকে যেমন অস্বস্তিকর, একই সঙ্গে বিব্রতকরও বটে। শত চেষ্টা করেও এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন না অনেকেই। কি করবেন? জেনে নিন প্রচণ্ড গরমে কাপড় দীর্ঘ সময় ফ্রেশ রাখার ৬ উপায়।

১। কাপড় ধোয়ার জন্যে যথেষ্ট পরিমাণে গুঁড়ো সাবান ব্যবহার করুন, যেন আগের দিনের তেল-ময়লা খুব ভালোভাবে কেটে যায়। আগের ময়লা রয়ে গেলে কোনো লাভ নেই, অল্প একটুতেই কাপড়ে বাসি ভাব চলে আসবে।

২। কাপড় ধোয়ার পর খুব ভালো করে করা রোদে শুকিয়ে নিন। গ্যাসের চুলায় বা ছায়ায় কাপড় শুকালে এমনিতেই বাসি ভাব প্রবল হয়ে ওঠে।

৩। পোশাক পরার সময়ে ডিওডোরেন্ট ও পাউডার ব্যবহার করুন যথেষ্ট পরিমাণে। এতে ঘাম কম হবে, আর ঘাম হলেও বাসি গন্ধ দেরিতে হবে।

৪। রাস্তায় চলতে গেলে ছাতা ব্যবহার করুন। এতে গরম যেমন কম লাগবে, তেমনই ঘাম কম হবে। ফলে কাপড় বাসি হবে না।

৫। ভালো মানের পারফিউম ব্যবহার করুন। ফ্লোরাল বা সিট্ট্রাস ফ্লেভার হলে ভালো। এতে কাপড়ে ঘাম হলেও বাসি গন্ধ ছড়াবে না।

৬। সঙ্গে সর্বদা পাউডার ও বডি স্প্রে রাখুন।

একই সঙ্গে হালকা পোশাক পরুন, খুব ভারী পোশাক ব্যবহার করবেন না।

প্রিয় লাইফ/আজাদ চৌধুরী