কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রথম বারের মতো এমন উদ্যোগ গ্রহণ করেছে র‌্যাব। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে মাঠে থাকবে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১৫:৩৫
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১৫:৩৫

(প্রিয়.কম) রমনা বটমূলে পহেলা বৈশাখ উদযাপনের দিন বখাটে, উত্ত্যক্তকারী ও অপরাধীদের তাৎক্ষণিক বিচারের আওতায় আনতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। এবারই প্রথম এমন উদ্যোগ নিচ্ছে র‌্যাব।

১২ এপ্রিল, শুক্রবার বেলা ১১টায় রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

নববর্ষ উদযাপনের দিন বখাটে, উত্ত্যক্তকারী ও অপরাধীদের তাৎক্ষণিক বিচারের আওতায় আনার কথা উল্লেখ করে কর্নেল জাহাঙ্গীর আলম বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র‌্যাবের পক্ষ থেকেও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা তথ্য সংগ্রহ করেছি। সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।’

ঢাকার বাইরেও র‌্যাব দা‌য়ি‌ত্বে থাক‌বে জানিয়ে তিনি বলেন, ‘র‌্যাব সব ধরনের পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ র‌্যাবের প্রায় পুরো শক্তি নিয়োগ করা হবে পহেলা বৈশাখের নিরাপত্তায়।’

প্রিয় সংবাদ/কামরুল/আজাদ চৌধুরী