কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শখের নখ সহজে ভেঙ্গে যাচ্ছে? ছবি: প্রিয়.কম

প্রিয় টিপস: ১২ এপ্রিল, ২০১৯

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৮:৩১
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৮:৩১

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

এই মৌসুমে অনেকেই খেয়াল করবেন, নখ সহজে ফেটে বা ভেঙ্গে যাচ্ছে, নখের ডগায় চিড় দেখা যাচ্ছে। এমনকি নখ উল্টে রক্তারক্তি হয়ে যাচ্ছে! কিন্তু কেন এমনটা হচ্ছে? আপনি জানেন না, আপনারই কিছু অভ্যাসের কারণে নখ সহজে ভেঙ্গে যেতে পারে।  জেনে নিন নখ ভাঙ্গা কমিয়ে আনার উপায়টি।

নখ ভাঙ্গার মূল কারণ হলো তার ওপরে বেশি চাপ দেওয়া। নখ দিয়ে যদি আপনি কৌটার মুখ খোলেন, খুঁটিয়ে খুঁটিয়ে স্টিকার বা কাগজ তোলেন, নখ দিয়ে প্যাকেট ফুটো করেন- তাহলে নখ খুব সহজেই ভেঙ্গে যেতে পারে। এর পাশাপাশি অনেকের হাত বেশি সময় ভেজা থাকে। তারা ঘরের কাজ করেন এবং এরপর হাত মুছেন না, অথবা খাওয়া-দাওয়া বা টয়লেট থেকে এসে হাত ধোয়ার পরও হাত মুছেন না। এতে নখ বেশি সময় ভেজা থাকার কারণে নখ ভঙ্গুর হয়ে যায়। নখ ব্যবহার করে কাজ করা কমান, ঘরের কাজ করার সময় সম্ভব হলে গ্লাভস ব্যবহার করুন, এবং হাত ভিজে গেলে দ্রুত মুছে শুকনো করে ফেলুন। নখ ভাঙ্গার সমস্যাটি কমে আসবে।

প্রিয় লাইফ/রুহুল