কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বর্তমানে বেশিরভাগ নারী ব্যবহার করেন বিউটি ব্লেন্ডার। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ১১ এপ্রিল, ২০১৯

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৮:২৬
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৮:২৬

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

মেকআপ প্রয়োগ করতে মেকআপ ব্রাশ বা সাধারণ স্পঞ্জ নয়, বর্তমানে বেশিরভাগ নারী ব্যবহার করেন বিউটি ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডার কিন্তু নিয়মিত পরিষ্কার করতে হয়, যা জানেন না অনেকে। মেকআপ মেখে এর দফারফা হয়ে গেলে তারা ভাবেন, এখন কী হবে? জেনে নিন বিউটি ব্লেন্ডার পরিষ্কারের সবচেয়ে নির্ঝঞ্ঝাট উপায়।

বিউটি ব্লেন্ডার পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন ডাভ বিউটি বার। এই সাবানটি দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিন বিউটি ব্লেন্ডার। বেশি করে পানি দিয়ে ধুয়ে নিন।

তবে এতেও যদি বিউটি ব্লেন্ডারের সব দাগ না যায় তাহলে মাইক্রোওয়েভ ওভেনের সাহায্য নিতে হবে। একটি ওভেন প্রুফ বাটিতে পানি, লিকুইড সাবান এবং বিউটি ব্লেন্ডারটি নিয়ে মাইক্রোওয়েভে দিন এক মিনিটের জন্য। এরপর বের করে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে বিউটি ব্লেন্ডারটি চিপে এরপর বাতাসে শুকিয়ে নিন।

প্রিয় লাইফ/রুহুল