কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টাকা, স্মার্টফোন ও গহনা নিরাপদে রাখতে ব্যবহার করুন বাচ্চার ডায়াপার। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ৯ এপ্রিল, ২০১৯

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৮:৩৫
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৮:৩৫

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

ছোট বাচ্চাকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া বেশ ঝামেলা। বিশেষ করে বাসে, শপিং মলে বা শহরের বাইরে গেলে বাচ্চা সামলাতে গিয়ে নিজের ব্যাগ সামলানো কঠিন হয়ে পড়ে। অনেক সময়েই বাচ্চার খেয়াল রাখতে গিয়ে অসাবধানে ব্যাগ থেকে টাকা, স্মার্টফোন এমনকি গয়নাগাটি চুরি হয়ে যায়। এসব ছোটখাটো কিন্তু মুল্যবান জিনিস সাবধানে রাখবেন কী করে? এক্ষেত্রে আপনার কাজে আসতে পারে বাচ্চার ডায়াপার।

অবাক হচ্ছেন? আচ্ছা ভাবুন তো, আপনি যদি দেখেন বাচ্চার জিনিসপত্র নেওয়ার ব্যাগে একটি ডায়াপার আলাদা করে পলিথিনে মুড়িয়ে রাখা, তাহলে আপনি ধরেই নেবেন যে সেটা নোংরা ডায়াপার, তাতে আর হাত দেবেন না, তাই না? আপনি কিন্তু পরিষ্কার একটি ডায়াপারে টাকা, ফোন, গয়না এমন কিছু জিনিস মুড়িয়ে তা পলিথিনে রেখে দিতে পারেন। এতে অসাবধানে থাকলেও ডায়াপারটাকে নোংরা ভেবে পকেটমার বা ছিনতাইকারী তাতে হাত দেবে না।

প্রিয় টিপস/আশরাফ