কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট থেকে সংগৃহীত

ভালোবাসায় ‘জি হুজুর’!

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ২২:২২
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ২২:২২

(প্রিয়.কম) শিরোনামটি শুনতে যতই অদ্ভুত শোনাক না কেন, অনেকেরই জীবনে এটিই বাস্তবতা। ভালোবাসার মানুষ বা জীবনসঙ্গীর সামনে ‘জি হুজুর’ বলেই অনেকের পুরো জীবন কেটে যায়। তাদের জীবনে সঙ্গের মানুষটিই সর্বময় ক্ষমতার অধিকারী, সঙ্গীর অনুমতি ছাড়া বা তার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করার ক্ষমতা তাদের নেই। অনেকে নিজের অজান্তেই সঙ্গীর সঙ্গে এই রকম অস্বাস্থ্যকর সম্পর্ক রক্ষা করেন, নিজের অজান্তেই সঙ্গীকে ‘জি হুজুর’ বলতে বলতে কেটে যায় তাদের জীবন। আপনি নারী হোন কিংবা পুরুষ, যে কারো ক্ষেত্রেই হতে পারে এই বিড়ম্বনা। কিন্তু কীভাবে বুঝবেন ভালোবাসার মানুষ বা জীবনসঙ্গী আপনাকে দমিয়ে রাখছে বা ‘জি হুজুর’ বলেই পার হয়ে যাচ্ছে আপনার জীবন?

জানিয়ে দিচ্ছি, মিলিয়ে নিন ১৩টি লক্ষণ।

১। আপনার সব ব্যাপারেই তিনি কথা বলেন, এককথায় নাক গলান।

২। কোথাও বেড়াতে গেলে সবকিছুই তার কথা অনুযায়ী হতে হয়। আপনার পছন্দ গুরুত্ব পায় না।

৩। আপনি কী পোশাক পরবেন বা কীভাবে সাজবেন, সেই ব্যাপারেও তিনি কথা বলেন।

৪। তার পরিবার ও বন্ধুরা গুরুত্বপূর্ণ। আপনি না চাইলেও তাদের জন্যে আপনাকে অনেক কিছুই করতে বাধ্য করেন তিনি। অন্যদিকে আপনার পরিবার ও বন্ধুদের ক্ষেত্রে পরিস্থিতি একদম উল্টো। তিনি নিজে তো তাদের জন্যে কিছু করেনই না, আপনাকেও করতে বাধা দিয়ে থাকেন।

৫। আপনার বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্কের মাঝে তিনি সর্বদা নাক গলান।

৬। তিনি প্রায়ই আপনার সঙ্গে চিৎকার-চেঁচামেচি করে থাকেন এবং সেসবের জন্যে কখনো দুঃখ প্রকাশ করেন না।

৭। তার কোনো সিদ্ধান্তে আপনি দুঃখ পেলেও তিনি বিচলিত হন না, নিজের ইচ্ছেতেই অটল থাকেন।

৮। তার মত কিংবা ইচ্ছের বিরুদ্ধে কিছু করলেই তিনি রেগে যান।

৯। তিনি নানাভাবে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেন। সবসময় আপনাকেও দোষী প্রমাণ করতে চান।

১০। নিজের সবটুকু করা সত্ত্বেও তাকে আপনি কখনো খুশি করতে পারেন না। বরং তিনি সবকিছুতেই আপনার খুঁত ধরেন।

১১। আপনার স্বপ্ন বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আপনার ইচ্ছে খাটে না, তার ইচ্ছাই সব।

১২। সন্তানের বিষয়েও তার কথাই শেষ কথা।

১৩। তিনি আপনাকে প্রায়ই অযোগ্য বলে থাকেন। আপনি তাকে খুশি করতে পারেননি, সুখে রাখতে পারছেন না ইত্যাদি বলে থাকেন।

লক্ষণগুলো যদি মিলে যায়, তবে সম্পর্কটি নিয়ে আরও গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। মনে রাখবেন, ভালোবাসায় ‘জি হুজুর’ চলে না। আর যদি চলে, তবে তা ভালোবাসা নয়।

প্রিয় লাইফ/আজাদ চৌধুরী