কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইলিয়াস কাঞ্চন। ছবি: শামছুল হক রিপন

গ্রিস যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১৭:৫২
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১৭:৫২

(প্রিয়.কম) নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চন ৬ষ্ঠ গ্লোবাল মিটিং অন রোড সেফটি সেমিনারে যোগ দিতে ৮ এপ্রিল দিবাগত রাতে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্ল্যাইটে গ্রিসের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

৮ এপ্রিল, সোমবার বিকেলে ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারটির আয়োজন করেছে গ্লোবাল অ্যালায়েন্স অব এনজিওস ফর রোড সেফটি। যারা জাতিসংঘের সঙ্গে মিলে সারা বিশ্বে সড়ক দুর্ঘটনা কীভাবে কমিয়ে আনা যায়, সেই লক্ষ্যেই কাজ করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য জাতিসংঘ কর্তৃক যে ডিকেড ঘোষিত আছে, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি। সংস্থাটির সঙ্গে ব্রিটেনের রয়েল ফ্যামিলির সদস্যও যুক্ত আছেন। সেমিনারে রয়েল ফ্যামিলির একজন সদস্যও যোগ দেবেন।

ইলিয়াস কাঞ্চন সেমিনারে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার চিত্র, কারণ, প্রতিকার, অগ্রগতি, করণীয়সহ বিভিন্ন দিক তুলে ধরবেন।

ইলিয়াস কাঞ্চন এই সেমিনারে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে গত ২৫ বছরের কর্মকাণ্ডও তুলে ধরবেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন নিসচার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়, নিসচার প্রশিক্ষণ সম্পাদক ফারিহা ফাতেহ।

প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী