কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ড্রেসিংরুমে আলাপে মগ্ন মাশরাফি মর্তুজা, খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদিন নান্নু। ছবি: সংগৃহীত

‘বিশ্বকাপে মাশরাফি কেমন দল চায় এ নিয়েই কথা হচ্ছিল, নাথিং স্পেশাল’

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১০:২৪
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১০:২৪

(প্রিয়.কম) চলতি বছরের ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাঠে গড়াবে ১২তম ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। বিশ্বকাপকে সামনে রেখে রণ কৌশল সাজাতে বসে পড়েছেন কোচ-নির্বাচকরাও। কাদের জায়গা দেওয়া হবে চূড়ান্ত স্কোয়াডে? বোলার বেশি নাকি ব্যাটসম্যান বেশি নেওয়া হবে?

ইংল্যান্ডের কন্ডিশনে পেসার বা স্পিনার কয়জন থাকবেন? এমনও নানা ভাবনায় ব্যতিব্যস্ত রয়েছেন তারা। এরই ধারাবাহিকতায় আবাহনী-রূপগঞ্জ ম্যাচ শেষে মিরপুর হোম অব ক্রিকেটের ড্রেসিংরুমে খালেদ মাহমুদ সুজন আলোচনায় বসেছিলেন মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে।

ম্যাচ দেখতে এসে আলাপচারিতায় মেতেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনও।আলোচনা নাকি শুধুই গল্প। সুজন অবশ্য বললেন, ‘আজকে এমনিতেই কথা হয়েছিল। বিশ্বকাপে কেমন দল দেখতে চায় বা চাচ্ছে মাশরাফি, এগুলো নিয়েই কথা হচ্ছিল। নাথিং স্পেশাল। নান্নু ভাইও এসেছিলেন।’

‘ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার পারফর্ম করছে না, ফর্মে নেই অনেকে। তারপরও যারা ন্যাশনাল টিমের কারেন্ট প্লেয়ার, যারা খেলছে তাদের নিয়ে কোনো ডাউট আমাদের নেই। তারা অনেক ভালো প্লেয়ার, কন্ডিশন বিবেচনায় অনেক এক্সপেরিয়েন্স। ওটা নিয়েই আসলে কথা হচ্ছিল। এ ছাড়া আর কিছুই না’ যোগ করেন সুজন।

আগামী ১৮ এপ্রিল ঘোষণা করা হতে পারে বাংলাদেশের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। সাকিব আইপিএলে, তামিম, রিয়াদ, মুশফিক খেলছেন না চলমান ডিপিএল। টানা ক্রিকেটীয় সূচির পর ক্রিকেটারদের এমন বিশ্রামকে ভালো ভাবেই দেখছেন খালেদ মাহমুদ সুজন।

এ নিয়ে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের ভাষ্য, ‘বিশ্রামেরও একটা দরকার ছিল। কারণ অনেক দিন ধরেই ক্রিকেটের সূচিতে তারা ব্যস্ত ছিল। আমি মনে করি টিম আবার যখন একসাথে হবে, ট্রেনিংয়ে আসবে বা আয়ারল্যান্ড ট্যুরের আগে অনুশীলন হবে তখন সব ঠিক হয়ে যাবে।’

প্রিয় খেলা/রুহুল